ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনাঞ্চল ১৯ থেকে বেড়ে ২৪ শতাংশে উন্নীত হয়েছে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:২১, ১২ জানুয়ারি ২০২০

বনাঞ্চল ১৯ থেকে বেড়ে ২৪ শতাংশে উন্নীত হয়েছে ॥ তথ্যমন্ত্রী

চবি সংবাদদাতা ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১১ বছর আগে দেশে বনাঞ্চলের পরিমাণ ছিল ১৯ শতাংশের নিচে। এখন তা বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। দেশে জনসংখ্যা ও অবকাঠামো বাড়ার পরেও বাংলাদেশে বনায়নে এত উন্নতি হয়েছে। কারণ মানুষ সচেতন হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, কিছু কিছু সরকারী প্রতিষ্ঠানও প্রাকৃতিক সম্পদকে কখনও কখনও অবহেলা করে থাকে। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, শিল্প বিপ্লবোত্তর সময়ে পৃথিবীতে ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে গোটা পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। প্রকৃতিবিজ্ঞানের শিক্ষার্থীরা এ বিপর্যয় ঠেকাতে অবদান রাখতে পারে। এ সময় মুজিববর্ষ উপলক্ষে গৃহীত বনায়ন কর্মসূচীর প্রশংসা করেন মন্ত্রী। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিটি নবজাতক জন্মানোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পরিবারকে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ইনস্টিটিউট প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি ও নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল। এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ, মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। চবি উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার বলেন, এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্যরকম। এটা সবুজ, শ্যামল, ছোট ছোট পাহাড় দ্বারা বেষ্টিত। এর প্রাকৃতিক বৈশিষ্ট্য, স্বকীয়তা বজায় রেখে উন্নয়ন কর্মকা- পরিচালনা করতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন খেটে খাওয়া মানুষের খবর রাখে এদিকে বান্দরবান থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, শনিবার সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন খেটে খাওয়া মানুষের খবর রাখে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দরিদ্র মেহনতি মানুষের কথা বলে, তাদের জন্য কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের দারিদ্র্যতা কমে গেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এ সময় তিনি আরও বলেন, আজকে পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখে আক্ষেপ করে, তারা বাংলাদেশের উন্নয়ন দেখে তাদের দেশকে বাংলাদেশের মতো বানাতে চায়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার ৩ (সদর রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ দলীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তথ্যমন্ত্রী জেলা সদরের গরিব অসহায় ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
×