ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসুদেব ঘোষ স্মরণ সভা

প্রকাশিত: ০৯:২১, ১২ জানুয়ারি ২০২০

বাসুদেব ঘোষ স্মরণ সভা

সংস্কৃতি ডেস্ক ॥ সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেজার ভিশনের আয়োজনে সম্প্রতি বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় সঙ্গীত জগতের বিভিন্ন সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকাররা এবং বাসুদেব ঘোষের স্ত্রী নবনিতা চক্রবর্তী, একমাত্র সন্তান কর্ণসহ অনেকে সঙ্গীত পরিচালক বাসুদেবকে নিয়ে স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণের এক পর্যায়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সঙ্গীত জগতের ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গত শতাব্দীর শেষ দশকে এ দেশের শুদ্ধ সঙ্গীত চর্চায় নতুন ধারার সূচনা করেন বাসুদেব ঘোষ। সেই থেকে তার হাত ধরে বহু শিল্পীর আবির্ভাব ঘটে সঙ্গীত জগতে। তিনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক ছিলেন।
×