ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্মাননা পেলেন কবি শাহীন রেজা

প্রকাশিত: ০৯:২১, ১২ জানুয়ারি ২০২০

সম্মাননা পেলেন কবি শাহীন রেজা

সংস্কৃতি ডেস্ক ॥ ইউকে বেজড্ জনপ্রিয় পত্রিকা ‘হোয়াটসঅন’ প্রবর্তিত বিশেষ সম্মাননা পেয়েছেন কবি শাহীন রেজা। সম্প্রতি পত্রিকাটির ঢাকা অফিসে এক জমকালো আয়োজনে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। জীবনঘনিষ্ট অথচ বোহেমিয়ান কবি শাহীন রেজার জন্ম ১৯৬২ সালের ১৯ মে পিরোজপুর জেলায় পুখরিয়া গ্রামের মাতুলালয়ে। তার নিজবাড়ি একই জেলার কাউখালী থানায়। নদীবেষ্টিত শীর্ষা গ্রামের সন্তান শাহীন রেজার কবিতার প্রতি পক্ষপাত ১৯৮২ সালে প্রকাশ হয় তার প্রথম কবিতার বই ‘অগ্নির স্রোতে জল’। এরপর বিরতি দিয়ে ১৯৮৮ সালে বের হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তুমি’। ‘তুমি’ প্রকাশের পর কবির কাব্যজীবনে ঘটে যায় এক অনাকাক্সিক্ষত ঘটনা। তিনি কবিতার পাশাপাশি মেতে ওঠেন রাজনীতি এবং ব্যবসায়। পরিণতিতে কবিতা থেকে দূরে সরে যেতে থাকেন তিনি। এরপর ২০০০ সালে তিনি রাজনীতি থেকে সরে এসে পুরোপুরি নিমগ্ন হন কবিতায়। সে বছরই প্রকাশ হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘তোমার জন্য দুপুর’। বইটি পাঠকপ্রিয়তা অর্জন করলে কবি উজ্জীবিত হন এবং নিজেকে ঢেলে দেন পরিপূর্ণভাবে। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২১। কবিতার বিশেষ অবদান রাখার জন্য ইতোমধ্যে অসংখ্য পদক ও সম্মাননা লাভ করেছেন কবি শাহীন রেজা।
×