ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মঞ্চে টানা আটদিন মোমেনা চৌধুরী

প্রকাশিত: ০৯:২০, ১২ জানুয়ারি ২০২০

মঞ্চে টানা আটদিন মোমেনা চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ যেহেতু ‘লালজমিন’ মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রয়াস। নাটকটির মধ্যদিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে পৌঁছে দিতে চাচ্ছি সব শ্রেণীর মানুষের কাছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এ নাটকটির মঞ্চায়ন হচ্ছে এ বিষয়ে আমি ভীষণভাবে আবেগাল্পুত যে এমন একটা কাজ করতে পারছি। এটা একটা ভাল উদ্যোগ। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধকে জানলে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, দেশকে ভালবাসতে শিখবে’-‘লালজমিন’ নাটকে একক অভিনয়ে এমনই কথা বললেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। ‘শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’ নাটকটি বিগত বেশ কয়েকবছর ধরে টানা মঞ্চায়ন করে যাচ্ছেন একক নাটকের গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এদিকে ‘লালজমিন’ নিয়ে ১৪ থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত টানা মঞ্চায়ন নিয়ে ব্যস্ত থাকবেন মোমেনা চৌধুরী। রাজবাড়ীতে ২২৪তম মঞ্চায়ন হবে ১৪ জানুয়ারি সন্ধ্যায়। ১৭ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একটি উৎসবে ২২৫তম মঞ্চায়ন, শরীয়তপুরে ছয়টি উপজেলায় নাটকটি পরপর মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। এরমধ্যে ২১ জানুয়ারি ২২৬তম শরীয়তপুরের গোসারইরহাঁটে, ২২ জানুয়ারি ২২৭তম ভেদরগঞ্জে, ২৩ জানুয়ারি ২২৮তম দামুদা উপজেলায়, ২৫ জানুয়ারি ২২৯তম নারিয়া উপজেলায়, ২৬ জানুয়ারি ২৩০তম শরীয়তপুর সদরে এবং ২৭ জানুয়ারি ২৩১তম মঞ্চায়ন হবে শরীয়তপুরের জাজিরাতে। ২০১১ সালের ১৯ মে ‘লাল জমিন’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়। এরইমধ্যে দুই শতাধিক বার নাটকটির মঞ্চায়ন হয়েছে। মোমেনা চৌধুরী আরও বলেন, আমি সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করি এই নাটকের নাট্যকার মান্নান হীরার কাছে। কারণ তিনি যদি এই নটাক না লিখতেন তাহলে ‘লালজমিন’ আজ ইতিহাস হয়ে উঠত না। ধন্যবাদ এই নাটকের নির্দেশককে। কৃতজ্ঞতা জানানই সবসময় দর্শককে। কারণ তারা যদি আগ্রহী না হতেন তাহলে ‘লালজমিন’ এত দর্শকপ্রিয় হয়ে উঠত না। ‘লালজমিন’ নাটকের সঙ্গীত প্রয়োগ করেছেন মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা রহমান। ‘লালজমিন’র ১০০তম মঞ্চায়ন হয় ২০১৭ মালের মার্চ মাসে। আর ২০০তম মঞ্চায়ন হয় ২০১৯ সালের ১৯ মার্চ বিমানবন্দরের বিএটিসি মিলনায়তনে। গেল বিজয়ের মাসে ১৩টি প্রদর্শনীর মাধ্যমে শেষ হয় ‘লালজমিন’র ২০১৯ সাল। বছরের শেষদিন নরসিংদীর পুলিশ লাইনে নাটকটির ২২৩তম মঞ্চায়ন হয়।
×