ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৯:১৮, ১২ জানুয়ারি ২০২০

তিন হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরের ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্ধ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস। শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার দুজন হলো মোঃ ওমর ফারুক (২০) ও আকতার ফারুক (১৮)। দুজনের বাড়িই কক্সবাজারের টেকনাফ উপজেলায়। একটি মাইক্রোবাসে ইয়াবা পরিবাহিত হচ্ছে- এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে ফিরিঙ্গীবাজার এলাকায় তল্লাশি চালায়। এতে উদ্ধার হয় ৩ হাজার ৪শ’ ইয়াবা ট্যাবলেট। ঢেউটিন বিতরণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে অসহায় ও স্বল্প আয়ের ৯৭ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন সংসদ সদস্য এম এ লতিফ। মুজিববর্ষ উপলক্ষে গৃহীত বছরব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে দরিদ্রদের গৃহনির্মাণের জন্য শনিবার তিনি এগুলো বিতরণ করেন। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচী অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, সেবামূলক কাজের মধ্য দিয়ে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে হবে। ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া,আবদুল বারেক প্রমুখ।
×