ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রজন্মকে স্বাস্থ্যবান করতে কাজ করছে সরকার ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৯:১৫, ১২ জানুয়ারি ২০২০

প্রজন্মকে স্বাস্থ্যবান করতে কাজ করছে সরকার ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী প্রজন্মকে সুস্থ দেহ ও মনের অধিকারী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শিশুদের শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যবান করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসতে হবে। শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, সরকার সব ধরনের অপুষ্টি রোধে জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিনের অভাবে হয়। এই অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই বর্তমান সরকার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে রাতকানা রোগ ও অন্ধত্বের হার বর্তমানে নামিয়ে আনা সম্ভব হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ টিএ্যান্ডটি কলোনি প্রাইমারী বিদ্যালয় প্রাঙ্গণে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন- ২০২০ উদ্বোধন করেন মেয়র আজম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক স্বাস্থ্য, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, স্বাগতিক কাউন্সিলর নাজমুল হক ডিউক। মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবিতে আল্টিমেটাম স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা সেলিম হত্যা তদন্তের অগ্রগতি দৃশ্যমান না হলে ২৬ মার্চের পর মুক্তিযোদ্ধাসহ সকল মহলকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার আল্টিমেটাম দিলেন ঈশ^রদী মুক্তিযোদ্ধা নেতারা। শনিবার সকালে বাজার রোডের মুক্তিযোদ্ধা সংসদের সামনে দু’ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পথসভা ও মানববন্ধন থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে,মুজিব বাহিনী প্রধান ও উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ^াস,ফজলুর রহমান ফান্টু,আব্দুল খালেক, তহরুল ইসলাম,নিহত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে তানভীর রহমান তন্ময় ও আওয়ামী লীগ সেক্রেটারি ইসাহক আলী মালিথাসহ অন্যান্য মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা বক্তব্য দেন।
×