ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেনের প্রতিবেদন শীঘ্রই ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৪, ১২ জানুয়ারি ২০২০

ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেনের প্রতিবেদন শীঘ্রই ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেনের জন্য গঠিত কমিটি আগামী ছয় মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেবে। এরপর আমরা পুরোদমে কাজ শুরু করে দেব। কারণ উন্নত রেল ব্যবস্থা ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়। শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথাগুলো বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে রেল ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের সময় যোগাযোগ ব্যবস্থায় কোন উন্নয়ন হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মেট্রোরেল ও হাইস্পিড ট্রেন চলাচলের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। রেল যোগাযোগের উন্নয়নে সরকারের পরিকল্পনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা রেলপথ ডাবল লাইনে উন্নীত করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম-আখাউড়া রেলপথও ডাবল লাইন হচ্ছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ডাবল ট্রেন চালানো যাবে। তিনি বলেন, আমি চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশ ভ্রমণ করেছি। ভারতে ট্রেন ভ্রমণ করেছি। সেখানে ঘণ্টায় ১৬৭ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। বাংলাদেশেও এ ব্যবস্থা করা হবে। তখন চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে সময় লাগবে মাত্র দুঘণ্টা। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরও বলেন, এক সময় দেশের প্রধান পরিবহন ব্যবস্থা ছিল রেল ও নদীপথ। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী এসব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যুদ্ধে শহীদ হয়েছিলেন রেলের অনেক কর্মকর্তা-কর্মচারী। বঙ্গবন্ধু স্বাধীন দেশে আবারও রেল ব্যবস্থা আগের পর্যায়ে ফিরিয়ে নেয়ার পদক্ষেপ গ্রহণ করেন। বর্তমানে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। বক্তব্যে তিনি রেলের জনবল স্বল্পতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, দেশের সতেরো কোটি মানুষের জন্য যে রেল, তার লোকবল মাত্র ২৭ হাজার। অথচ এ সংখ্যক মানুষের রেল সেবা দিতে অন্তত দেড় লাখ জনবল প্রয়োজন।
×