ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত দুই

প্রকাশিত: ০৯:১২, ১২ জানুয়ারি ২০২০

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, ১১ জানুয়ারি ॥ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ আলমগীর হোসেন (২৪) নামে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছে। অপর জন হলো পুলিশ সদস্যের বন্ধু ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৮)। শনিবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়ন ফৌজদারহাট লিংক রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সদস্য ও চট্টগ্রাম ডিআইজি গ্যানম্যান হিসেবে কর্মরত ছিল বলে জানা যায়। নিহত পুলিশ সদস্য কুমিল্লা জেলার বুড়িচং থানার পারোয়া গ্রামের আবদুর রশিদের পুত্র। বন্ধু একই এলাকার জাফর আলীর পুত্র। জানা যায়, শরিবার ভোরে কুমিল্লা জেলার বুড়িচং থানার পারোয়া গ্রাম থেকে পুলিশ সদস্য আলমগীর ও তার বন্ধু গ্লাস ব্যবসায়ী শহিদুল ইসলাম চট্টগ্রামের উদ্দেশে মোটরযোগে রওনা দেন। ভোরে সলিমপুর ফৌজদারহাট লিংক রাস্তার মাথা অতিক্রমকালে অজ্ঞাতনামা একটি গাড়ি সজোরে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য আলমগীর মৃত্যুবরণ করেন এবং বন্ধু শহিদুলকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। বরিশালে পথচারী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, সদর উপজেলার বন্দর থানা এলাকার বরিশাল-ভোলা মহাসড়কে শনিবার বেলা বারোটার দিকে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সুলতান হাওলাদার (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত সুলতান হাওলাদার স্থানীয় বিশারদ গ্রামের বাসিন্দা। ঝিনাইদহে আরোহী নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, সদর উপজেলার গিলা বাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় উজ্জল হোসেন মালিথা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে সদর উপজেলার গিলাবাড়িয়া কিংশুক ইটভাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন হরিণাকু-ু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মুহুরীর ছেলে। সে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, উজ্জল হোসেন হরিণাকু-ু উপজেলার শাখারীদহ গ্রাম থেকে শহরে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে উজ্জল গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাস ও চালক মাহফুজুর রহমান বাবলুকে আটক করেছে পুলিশ।
×