ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে রিক্সাচালকের হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:১২, ১২ জানুয়ারি ২০২০

রূপগঞ্জে রিক্সাচালকের হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর ব্যাটারিচালিত অটোরিক্সা চালক মজরউদ্দিনের (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের ১নং প্লটের পড়শি এলাকার সবজি বাগান থেকে ওই অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়। অটোরিক্সা চালক মজরউদ্দিন উপজেলার বাগবেড় টিনর এলাকার আপতুর উদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন আহাম্মেদ জানান, সকালে পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের ১নং প্লটের সবজি বাগানে অটোরিক্সা চালক মজরউদ্দিনের হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই এসআই আরও জানান, মজরউদ্দিনের মাথার পেছনের অংশে আঘাত রয়েছে। এছাড়া হাত-পা ও মুখ বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে মজরউদ্দিনকে দুর্বৃত্তরা হাত-পা মুখ বেঁধে শ^াসরোধে ও মাথায় আঘাত করে হত্যার পর তার ব্যাটারিতচালিত অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, মজরউদ্দিন দীর্ঘদিন ধরেই ব্যাটারিচালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার পরিবারে শাহিন নামে এক ছেলে, খুকি মরজিনা ও কুলসুম নামে তিন মেয়ে, স্ত্রী রয়েছে। বেশ কয়েক দিন আগে পুরাতন অটোরিক্সা বিক্রি করে আরেকটি নতুন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা ক্রয় করে মজরউদ্দিন। ওই অটোরিক্সা নিয়ে বের হয়ে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিখোঁজ হয় মজরউদ্দিন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দিয়েও খোঁজ পাওয়া যায়নি। এদিকে, পূর্বাচল এলাকায় একের পর এক হত্যাকা- ও লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নির্জন এলাকা হওয়ায় একের পর এক অপরাধমূলক কর্মকা- ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তা নির্মূল করতে পারছেনা। ফরিদপুরে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, শহরের কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চকবাজার শিবমন্দির এলাকার পেছনে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৬৫ বছর বয়স্ক ওই মৃতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঠবাড়িয়ায় গলিত লাশ উদ্ধার সংবাদদাতা মঠবাড়িয়া পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়ায় ধান খেত হতে ষাটোর্ধ অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের দক্ষিণ মিঠাখালী ইট-বালুর আড়তের বিপরীতে ধান খেতের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, স্থানীয় কৃষকরা দুপুরে ওই মাঠে ধান কাটতে গেলে গলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
×