ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুলাভাই মেলা

প্রকাশিত: ০৯:০৯, ১২ জানুয়ারি ২০২০

দুলাভাই মেলা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজারে ৫ দিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছে। মেলার নামকরণ করা হয়েছে দুলাভাই মেলা। মেলা উপলক্ষে শনিবার সকালে খলিলগঞ্জ বাজার সমিতি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় লিখিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাজার সমিতির সভাপতি জিয়াউল হুদ সিমেল। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, খলিলগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ। স্কুলের সার্ধশতবর্ষ উদ্যাপন সংবাদদাতা, লালপুর, ১১ জানুয়ারি ॥ জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের নামের ফলক উন্মোচন, র‌্যালি ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৫০ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। শনিবার সকালে স্কুল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধাদের নামের ফলক উন্মোচনের পরে র‌্যালি বের করা হয় । র‌্যালিটি প্রধান সড়ক ও লালপুর বাজার প্রদিক্ষণ করে আবার স্কুল চত্বরে এসে শেষ হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ডাঃ অমল কুমার চেীধুরী, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহাম্মেদ সাগার, ওমর ফারুক প্রমুখ ।
×