ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন এ্যাসেম্বলি লাইন উদ্বোধন করবে এটলাস

প্রকাশিত: ০৯:০৩, ১২ জানুয়ারি ২০২০

নতুন এ্যাসেম্বলি লাইন উদ্বোধন করবে এটলাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ নতুন আধুনিক এ্যাসেম্বলি লাইন উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে কোম্পানিটি টিভিএসএবির সঙ্গে একটি স্থায়ী ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি টিভিএস টেকনোলজি ব্যবহার করে নতুন এ্যাসেম্বলি লাইন স্থাপন করেছে। চুক্তি অনুযায়ী, অবকাঠামো ও গুণমান মানদ-ে আরও উন্নত করার জন্য টিভিএসএবি মূলধন যন্ত্রাদি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে। টিভিএসএবি থেকে দেয়া ৩ কেটি ৬৫ লাখ টাকা বিল কোম্পানি বহন করবে। -অর্থনৈতিক রিপোর্টার রহিম টেক্সটাইলের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক ড. শামীম মতিন চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রহিম টেক্সটাইলের এই উদ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১১ লাখ ৫৩ হাজার ৯৬৩টি শেয়ার আছে। শামীম মতিন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×