ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীদের দাবা কোচেস কোর্স

প্রকাশিত: ০৭:৫১, ১১ জানুয়ারি ২০২০

নারীদের দাবা কোচেস কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ ১৮ কোচের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃজেলা নারী আবাসিক দাবা কোচেস কোর্স। শনিবার ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও দাবা সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্তিত ছিলেন। কোচেস কোর্স পরিচালনা করছেন দাবার আন্তর্জাতিক সংগঠক ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি এবং সহকারী প্রশিক্ষক ইয়াসিন আরাফাত ও আহসান আলী জুয়েল। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেবেন দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ।
×