ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হারতে চায় না বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৯, ১১ জানুয়ারি ২০২০

প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হারতে চায় না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র চার দিন। তারপরেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ জানুয়ারি থেকে পর্দা উঠছে আন্তজাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ-এর ষষ্ঠ আসর। এতে ছয়টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। এ-গ্রুপে আছে স্বাগতিক বাংলাদেশ, গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন এবং শ্রীলঙ্কা। বি-গ্রুপে আছে আফ্রিকার তিন দেশ বুরুন্দি, মরিশাস ও সিশেলস। এ উপলক্ষ্যে ৭ জানুয়ারি বাংলাদেশ দলের ২৩ জনের স্কোয়াড ঘোষিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৮ জানুয়ারি থেকে শুরু হয় অনুশীলন। শনিবার ছিল অনুশীলনের চতুর্থ দিন। এদিন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মাঠে অনুশীলন শেষে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে বলেন, দলকে ৪-১-৪-১ ফর্মেশনে খেলানোর সম্ভাবনা আছে। দলকে সেভাবেই অনুশীলন করাচ্ছি। তবে খেলার গতিপ্রকৃতি অনুযায়ী এই ফর্মেশন বদলেও যেতে পারে। ফিলিস্তিনের বিপক্ষে এই ফমের্শন কি দলের জন্য বিপজ্জনক নয়? জেমির ভাষ্য, নিজের সামর্থ্য ভালভাবে জেনে আমরা খেলতে চাই। এই ফমের্শন কাজ না করলে তখন অন্য অপশনে যেতে হবে। অসুস্থতার জন্য তো স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনে স্কোয়াড থেকে বাদ দিতে হলো। এখন তার জায়গায় নেয়া হয়েছে ফয়সাল হোসেন ফাহিম ফাহিমকে। দলের আক্রমণভাগের চেহারাটা কেমন হবে? জেমি এ প্রশ্নের উত্তরে জবাব দেন, শুধু ফাহিম নয়, ফরোয়ার্ড লাইনে মতিন, সাদ, সুফিলও আছে। তারা প্রতি ম্যাচে গোল স্কোর করতে যেন পারে, সেটার ওপরই জোর দিচ্ছি বেশি। দেখা যাক, কি হয়। প্রথম ম্যাচ ফিলিস্তিনের সঙ্গে। তাদের ফরোয়ার্ডরা দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী বাংলাদেশী ফুটবলারদের চেয়ে। তাদের আটকানোর পরিকল্পনা জানতে চাইলে জেমি বলেন, গত আসরেই তাদের সঙ্গে সেমিতে আমরা খেলেছি। সেই ম্যাচের অভিজ্ঞতা এই ম্যাচে কাজে দেবে বলে আশা করি। অনুশীলন শেষে বসুন্ধরা কিংসে খেলা আলোচিত ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা বলেন, ‘ফিলিস্তিন দল খুবই শক্তিশালী। তার মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। কোচ এটা নিয়ে কাজ করছেন। ডিফেন্ডারদের ওপর চাপ সামালানো প্রসঙ্গে সুশান্ত বলেন, ডিফেন্ডারদের অনেক কিছুই করার আছে। তারা যদি প্রতিপক্ষকে গোল করতে না দেয়, তাহলে নিজেদের আক্রমণ করে গোল করার সুযোগ আসে। আমাদের লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে জিতলে না পারলেও অন্তত যেন ড্র করতে পারি। ম্যাচে ডিফেন্ডারদের সঙ্গে মিডফিল্ডারদের যেন ভাল সমন্বয় থাকে, সেটাই মূল লক্ষ্য থাকবে আমাদের।
×