ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য সিটি নির্বাচনে ইভিএমে ভোট নিতে চাচ্ছে ইসি-খসরু

প্রকাশিত: ০৬:৩৭, ১১ জানুয়ারি ২০২০

ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য সিটি নির্বাচনে ইভিএমে ভোট নিতে চাচ্ছে ইসি-খসরু

স্টাফ রিপোর্টার ॥ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য দুই সিটি নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ইভিএমে ভোট নিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন, ইভিএমে ভোট বন্ধ করতে না পারলে চিরতরে সবাই ভোটাধিকার হারাবেন। তাই এর বিরুদ্ধে জনমত তৈরী করতে হবে। প্রয়োজনে রাজপথে আন্দোলন করতে হবে। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার অধ্যাপিকা ফাতেমা সালাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
×