ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারাল ভারত ॥ ২-০তে সিরিজ জয়

প্রকাশিত: ১২:৫৭, ১১ জানুয়ারি ২০২০

 শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারাল ভারত ॥ ২-০তে সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০তে। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। পুনেতে শুক্রবার ২০ ওভারে ২০১ রান তুলেছিল ভারত। লঙ্কানরা কোন রকমে করে ১২৩ রান। ভারতের ইনিংসে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ১০ ওভারেই তুলে ফেলেন ৯২ রান। দুজনেই রান করেন পাল্লা দিয়ে, এগিয়ে যান সমান গতিতে। ৯৭ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে ধাওয়ানের বিদায়ে। বাঁ-হাতি ওপেনার করেন ৩৬ বলে ৫২। তার সঙ্গী লোকেশ রাহুল করেন ৩৬ বলে ৫৪। মিডল অর্ডারে মনিশ পান্ডে ১৮ বলে করেন অপরাজিত ৩১। ছয়ে নেমে বিরাট কোহলি ১৭ বলে ২৬। শেষদিকে পেসার শার্দুল ঠাকুরও তোলেন ঝড়। ৮ বলে করেন অপরাজিত ২২। শেষ ২ ওভারে ৩৪ রান তুলে ভারত পেরিয়ে যায় দুইশ। লঙ্কান বোলারদের মধ্যে ২ উইকেট নেন হাসারাঙ্গা, লাকশান সান্দাক্যান নেন ৩ উইকেট। রান তাড়ায় শ্রীলঙ্কা লড়াই থেকে ছিটকে যায় শুরুতেই। ২৬ রানে হারিয়ে বসে প্রথম ৪ ব্যাটসম্যানকে। লড়াইয়ের চেষ্টা করেন এ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। ২০ বলে ৩১ করে আউট হন ম্যাথিউস। দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটিতে ধনাঞ্জয়া ৫৭ করেন ৩৬ বলে। এই দুজন ছাড়া শ্রীলঙ্কার আর কোন ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্ক। ২৯ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা ২৫ বল আগেই।
×