ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজিববর্ষের ক্ষণগণনা

চট্টগ্রামে মানুষের ঢল ॥ চালু হলো চার কাউন্টডাউন ক্লক

প্রকাশিত: ১০:৫৪, ১১ জানুয়ারি ২০২০

 চট্টগ্রামে মানুষের  ঢল ॥ চালু হলো  চার কাউন্টডাউন  ক্লক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুজিববর্ষের বহুল প্রতীক্ষিত ক্ষণগণনা অনুষ্ঠানে চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে নেমেছিল মানুষের ঢল। শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরের পর থেকে ভিড় জমতে শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানস্থলে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর একযোগে উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয় চট্টগ্রাম মহানগরীতে স্থাপিত চারটি কাউন্টডাউন ক্লক। এ ক্লকগুলো স্থাপন করা হয়েছে নগরীর আন্দরকিল্লার পুরাতন নগর ভবনের সামনে, সার্কিট হাউসের সামনে, আদালত ভবনের সামনে এবং কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এগুলো স্থাপিত হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চউকের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পুলিশ ও সরকারী বিভিন্ন দফতর ও প্রশাসনের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানকে ঘিরে মানুষের ছিল প্রবল আগ্রহ। সেজন্য জিমনেসিয়াম মাঠ অভিমুখে ছিল মানুষের স্রোত। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। লালখান বাজার মোড়, সিআরবি মোড়, কাজির দেউড়ি ও পুরাতন বিমান অফিস মোড় দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়। যানবাহন ছাড়া ঢুকতে দেয়া হয় সাধারণ মানুষকে। প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন মাঠ ছিল কানায় কানায় ভরা। কাউন্টডাউন ক্লক উদ্বোধনের পর সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
×