ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেনসিলভানিয়ায় সিটি কাউন্সিলম্যান পদে ৩ বাংলাদেশীর শপথ

প্রকাশিত: ১০:৫৩, ১১ জানুয়ারি ২০২০

 পেনসিলভানিয়ায় সিটি কাউন্সিলম্যান পদে ৩ বাংলাদেশীর শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন ও আপার ডারবি শহরে সিটি কাউন্সিলম্যান হিসেবে শপথ নিয়েছেন তিন বাংলাদেশী-আমেরিকান। তারা হলেন মোঃ নূরুল হাসান, মাহাবুবুল আলম ও শেখ মোহাম্মদ সিদ্দিক। গত নবেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় বারের মতো জয়ী হন এই তিন ডেমোক্র্যাটিক প্রার্থী। খবর বিডিনিউজের। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শপথ পড়ান বিচারক হ্যারি জে কারাপলাইডস। তাদের মেয়াদ চার বছরের। মিলবোর্ন সিটি কাউন্সিলম্যান মোঃ নূরুল হাসান ও মাহাবুবুল আলম দুজনেই চট্টগ্রামের সন্তান। শেখ মোহাম্মদ সিদ্দিকের বাড়ি মানিকগঞ্জে। তথ্যপ্রযুক্তি বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’ ফিলাডেলফিয়া অফিসের প্রধান কর্মকর্তা নূরুল হাসান মিলবোর্ন বরোর নির্বাচিত কাউন্সিলম্যানদের ভোটে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এবারও তেমন সম্ভাবনা বলে শোনা যাচ্ছে। এদিকে আগামী নির্বাচনে পেনসিলভেনিয়া রাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন বাংলাদেশী-আমেরিকান নীনা আহমেদ। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন।
×