ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বছরের ‘লার্নিং এ্যান্ড আর্নিং’ প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও

প্রকাশিত: ১০:৪৭, ১১ জানুয়ারি ২০২০

 দুই বছরের ‘লার্নিং এ্যান্ড আর্নিং’ প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও

ফিরোজ মান্না ॥ দুই বছর মেয়াদী ‘লার্নিং এ্যান্ড আর্নিং’ প্রকল্পের কাজ ছয় বছরেও শেষ হয়নি। ১৮০ কোটি টাকা ব্যয়ে লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্প হাতে নেয়া হয় ’১৪ সালে। ’১৬ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তথ্যপ্রযুক্তি বিভাগ প্রকল্পটির মেয়াদ ও টাকা বাড়িয়ে ’১৯ সাল করলেও প্রকল্পের কাজ এ বছরও শেষ করতে পারবে না বলে আশঙ্কা করেছেন মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্টরা। যদিও প্রকল্পে অনিয়মের কারণে সরকার পনেরোটি লট ইতোমধ্যে বাতিলও করে দেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্র জানায়, একসঙ্গে পুরো কাজ করার কথা থাকলেও পদ্ধতিগত কিছু জটিলতায় কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে প্রকল্পটি তিনটি ভাগে ভাগ করে কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র মতে, সারাদেশে তরুণদের আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) তিনটি প্যাকেজে ১৫ লটের মাধ্যমে যে কার্যক্রম শুরু করেছিল তা বাতিল করে দিয়েছে সরকার। গতবছর মন্ত্রী পরিষদের বৈঠকে আইসিটি বিভাগ বাস্তবায়নাধীন ‘লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি প্যাকেজে পাঁচটি করে ১৫ লটে মূল্যায়ন কমিটির সুপারিশ বাতিল করে তা পুনর্প্রক্রিয়াকরণের প্রস্তাব দেয়। কিন্তু আইসিটি বিভাগ এ মূল্যায়ন না করেই প্রকল্পটি চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ’১৪ সালে লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নেয় তথ্যপ্রযুক্তি বিভাগ। চারটি কনসোর্টিয়ামের মাধ্যমে ১২ আইটি প্রতিষ্ঠানকে ’১৬ সালে প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব একনেকের অনুমোদন পায়। কিন্তু প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তিনটি প্যাকেজে ১৫ লটের কাজের জন্য ঠিকাদার মূল্যায়নে অনিয়মের অভিযোগ ওঠে। এরপর প্রকল্পটি ১৫ লট বাতিল করে মন্ত্রী পরিষদ বিভাগ। বিষয়টি জানার জন্য তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তিনি ওমরা করতে সৌদি আরবে আছেন বলে জানানো হয়েছে। তবে তথ্যপ্রযুক্তি বিভাগের এক উর্ধতন কর্মকর্তা বলেন, পদ্ধতিগত কিছু জটিলতার কারণে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি। প্রশিক্ষণের গুণগতমানসহ বেশ কয়েকটি বিষয়ে জটিলতা দেখা দেয়। যে কারণে প্রকল্পটি বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলেও আলোচনা হয়েছে। এখন আমরা প্রকল্পটি দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছি। তথ্যপ্রযুক্তি বিভাগ জানায়, ‘লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন হলেও দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ গতবছর মাত্র শুরু হয়েছে। প্রথম ধাপের কাজের অভিজ্ঞতা আমলে নিয়ে আইসিটি বিভাগ দ্বিতীয় ও তৃতীয় ভাগের কাজ আরও বিস্তৃত পরিসর, উচ্চমান, বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সময়ের চাহিদা অনুযায়ী কোর্স দিয়ে সাজিয়েছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ।
×