ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর ৬৫ দিন

প্রকাশিত: ১০:৪৫, ১১ জানুয়ারি ২০২০

  আর ৬৫ দিন

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। আর কিছুদিন পর শুরু হয়ে যাবে উদ্যাপন। বিপুল আবেগ আর উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে গোটা দেশ। এরই মাঝে চালু হয়ে গেছে ডিজিটাল ঘড়ি। রাজধানী শহর ঢাকায়, ঢাকার বাইরে স্থাপন করা ঘড়ি থেকে মুজিববর্ষ শুরুর ক্ষণগণনা করা হচ্ছে। সেই ক্ষণ অনুযায়ী মুজিব শতবর্ষের আর বাকি আছে ৬৫ দিন। অবিসংবাদিত নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন শুক্রবার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি ল্যাপটপ কম্পিউটারের সাহায্যে ক্ষণগণনার উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী আঙ্গুলের স্পর্শে চালু হয়ে যায় প্যারেড স্কোয়ারের ডিজিটাল ক্লক। মুজিবের জন্মশতবর্ষ উপলক্ষে এদিন এক শ’ পায়রা ওড়ানো হয়। আকাশ ছেয়ে যায় রঙিন বেলুনে। জানা যায়, একই সময় রাজধানীর জাতীয় সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে চালু হয় ডিজিটাল ঘড়ি। দেশের অন্যান্য জেলা ও উপজেলায় পর্যায়েও ঘড়ি স্থাপনের খবর পাওয়া গেছে। চালুর দিন গোটা শহরের ঘড়িতে দেখা যায়, মূল উৎসব শুরুর বাকি আছে আরও ৬৬ দিন। তবে আজ শনিবার অপেক্ষা কমে হয়েছে ৬৫ দিন। এভাবে ক্রমে ঘনিয়ে আসবে মাহেন্দ্রক্ষণ। জাতি গভীর শ্রদ্ধা ভালবাসায় স্মরণ করবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীকে। অন্য যেকোন সময়ের চেয়ে বড় আয়োজনে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর কীর্তি। আপাতত অপেক্ষা। এ অপেক্ষার সঙ্গী হবে অসংখ্য ডিজিটাল ঘড়ি।
×