ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৫ দিন পর ধলেশ্বরী থেকে প্রকৌশলীর পেট কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪৩, ১১ জানুয়ারি ২০২০

 নিখোঁজের ৫ দিন পর ধলেশ্বরী থেকে প্রকৌশলীর পেট কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ/ মুন্সীগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী মাহফুজুর রহমান জিসানের (৩৫) পেট কাটা লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা এগারোটায় মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করে ডুবুরি দল। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন জিসানের সহকর্মী প্রকৌশলী লিখন সরকার। এ ঘটনাকে হত্যাকান্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন নিহত জিসানের স্বজনরা। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ফতুল্লার বিসিক স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, নিখোঁজ দুই প্রকৌশলীর সন্ধানে শুক্রবার সকাল থেকেই বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করে ডুবুরি দল। পরে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ধলেশ্বরী নদী থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে জিসানের লাশ শনাক্ত করেন। তবে জিসানের স্বজনদের দাবি, নদীতে ডুবে তার মৃত্যু হয়নি। জিসানকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। জিসানের বড় ভাই মোঃ শোয়েব আহমেদ বলেন, আমার ভাইয়ের লাশের মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তার পেট কাটা ছিল এবং পেট দিয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জিসানের বড় ভাই মোঃ শোয়েব আহমেদ আরও বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনে আমরা মামলা করব। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার চাই। ফতুল্লা মডেল থানার ওসি মোঃ আসলাম হোসেন জানান, উদ্ধারকৃত জিসানের লাশের ময়নাতদন্ত মুন্সীগঞ্জ হাসপাতালে সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর সেখান থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার দুদিন পর খবর পেয়ে আমরা গত তিনদিন ধরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। একজনের লাশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে। নিখোঁজ অপরজনকেও আমরা উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রাখব। গত ৫ জানুয়ারি রাতে ফতুল্লার রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের ভেকু মেরামতের কাজ শেষ করে ফেরার পথে নিখোঁজ হন বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল প্রকৌশলী মাহফুজুর রহমান জিসান ও লিখন সরকার। এ ঘটনায় জিসানের স্ত্রী রাকিয়া সুলতানা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিসান রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন জানান, শুক্রবার দুপুর একটায় পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে জিসানের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাম পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত ক্ষতবিক্ষত এবং কপালে কাটা দাগের চিহ্ন আছে। পরিবারের সদস্যরা জিসানের মরদেহ চিহ্নিত করেছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
×