ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ বছরের পুরনো বার্গার

প্রকাশিত: ১০:২৭, ১১ জানুয়ারি ২০২০

২০ বছরের পুরনো বার্গার

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সেন্ট জর্জ এলাকার বাসিন্দা ডেভিড উইপল ১৯৯৯ সালে একটি হ্যামবার্গার কেনেন। তখন তিনি উটাহর লোগান এলাকায় থাকতেন। স্থানীয় ম্যাকডোনাল্ডের আউটলেট থেকে বার্গারটি নেন তিনি। সেটি রেখে দেন নিজের জ্যাকেটের পকেটে। পরে একদম ভুলে যান যে, তার জ্যাকেটের পকেটে একটি হ্যামবার্গার রয়েছে। এক সময় জ্যাকেট খুলে গাড়ির পেছনে রেখে দেন। জ্যাকেটের কথাও ভুলে যান। পরে সেই জ্যাকেট জায়গা পায় পুরনো জিনিসপত্র রাখার ঘরে। ১৪ বছর পর ২০১৩ সালে লোগান থেকে সেন্ট জর্জে চলে যান। সেন্ট জর্জে পুরনো জিনিসপত্রের মধ্যে জ্যাকেটের পকেটে সেই বার্গার আর তার রসিদ খুঁজে পান ডেভিড। বিষয়টি নিয়ে তখনই খবর হয়। তারপর সেটি যত্ন করে রেখে দেন। সম্প্রতি সেটি আবারও বের করেছেন। দেখেন হ্যামবার্গারটি এখনও আগের মতোই টাটকা দেখাচ্ছে। তবে বার্গারটির মাংসের টুকরোটি থেকে অন্য রকম গন্ধ বের হচ্ছে। রুটির টুকরো দুটি এখন টাটকা রয়েছে। দেখে কোনভাবেই বোঝার উপায় নেই যে, বার্গারটির বয়স ২০ বছর। বিভিন্ন সংবাদমাধ্যমে ডেভিডের বার্গারের খবর সম্প্রচার করেছে। একটি পরীক্ষার জন্য ডেভিড বার্গারটি কিনেছিলেন। -বিজনেস ইনসাইডার
×