ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোলাইমানির মুখের প্রতিকৃতি

প্রকাশিত: ১০:২৬, ১১ জানুয়ারি ২০২০

সোলাইমানির মুখের প্রতিকৃতি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি তার দেশের জনগণের কাছে একজন প্রিয় নেতা। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন দেশটি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। সম্প্রতি ইরানী সেনাবাহিনীর একটি প্যারেডে জেনারেল সোলাইমানির প্রতিকৃতি তৈরির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সমবেত সেনারা একত্র হয়ে তার মুখের প্রতিকৃতি তৈরি করেছেন। একটি প্যারেডের অংশ হিসেবে জেনারেল সোলাইমানির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন করেই ওই প্রতিকৃতি তৈরি করা হয়। সেনারা একে একে জড়ো হতে থাকেন। দিক পরিবর্তন করে তারা যে প্রতিকৃতি তুলে ধরেছেন তাতে খুব সুন্দরভাবে সোলাইমানির চেহারা ফুটে উঠেছে। ওই মহড়ার সময় দেশটির সর্বোচ্চ নেতা খামেনি ও সামরিক বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। -তেহরান টাইমস
×