ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হঠাৎই আলোচনায় তিন মোড়লের সভা

প্রকাশিত: ০৯:৫৬, ১১ জানুয়ারি ২০২০

 হঠাৎই আলোচনায় তিন মোড়লের সভা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালের শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রভাব কমাতে কাজ শুরু করেন শশাঙ্ক মনোহর। বিশ্বক্রিকেটে পরের সারির দলগুলোর জন্য সেটি ছিল চাঁদ হাতে পাওয়ার মতো বিষয়। কিন্তু চলতি সপ্তাহে মুম্বাইয়ে হঠাৎই সভা ডেকেছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সভা তিনি ডাকতেই পরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই সভায় ভারত ছাড়া উপস্থিত থাকছে বাকি দুই মোড়ল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। প্রয়োজন হলে নিউজিল্যান্ডকে ডাক হবে। আইসিসির নতুন প্রস্তাবিত চারদিনের টেস্ট হবে কি না ভারতের প্রস্তাবিত চার জাতির টুর্নামেন্টের পরিসর, আইপিএল, বিগ ব্যাশ ও নতুন টুর্নামেন্ট ১০০ বলের ক্রিকেটের জন্য আলাদা সময় বের করা। আগামী সপ্তাহে দুবাইয়ে হতে যাওয়া আইসিসির সভার আগে তিন মোড়ল হয়তো নিজেরাই সব ঠিক করে নিতে চাইছে। বিশ্লেষকদের ধারণা মুম্বাইয়ের সভায় নেয়া সিদ্ধান্তে পাল্টে যেতে পারে ক্রিকেটের ভবিষ্যত গতিপথ। টেস্ট পাঁচদিন থেকে চারদিনে করা হবে কি না এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভাবনাটির ‘পক্ষে’ বলে মনে করছেন তারা। তাদের মতে, ইংলিশ বোর্ড (ইসিবি) এ নিয়ে ‘আলোচনা করতে প্রস্তুত’ সিএসএ আলোচনায় থাকতে পেরে ‘সন্তুষ্ট’। আর বিসিসিআই ‘সবার কথা শুনতে সভাটি আয়োজন করতে পেরেই খুশি।’ চার জাতির টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখনও ‘একমত’ হতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রভাবশালী এক সংবাদ মাধ্যম জানিয়েছে, এ বৈঠকে অংশ নিতে পারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও (এনজেডসি)। চারদিনের টেস্ট আয়োজন করা নিয়ে সাম্প্রতিক সময়ে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক চলছে। সাবেক-বর্তমানদের মধ্যে বেশ কিছু ক্রিকেটার এখনও পাঁচদিনের টেস্টের পক্ষে। কিছু ক্রিকেটার চারদিনের পক্ষে। এর আগে গত ডিসেম্বরে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করার ভাবনাটা সংবাদ মাধ্যমকে বলেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছিলেন, ২০২১ সালে চার দল নিয়ে ভারতে হবে প্রথম ‘সুপার সিরিজ’। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে এ আসরে চতুর্থ কোন দল খেলবে, তা অবশ্য জানাননি সৌরভ। তবে টুর্নামেন্টের আয়োজক যে ঘুরে ফিরে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াই হবে সেটি অনুমেয়। ২০২৩ সালের পর থেকে প্রতিবছর একটি বৈশ্বিক টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করছে আইসিসি। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে ভারতসহ ক্রিকেটের বাকি দুই মোড়ল। এর ফলে অর্জিত লভ্যাংশের একটি বিশাল ভাগ থেকে বঞ্চিত করা হবে বলে দাবি তোলে ভারত।
×