ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপার কাপের ফাইনালে মাদ্রিদ ডার্বি

প্রকাশিত: ০৯:৫৫, ১১ জানুয়ারি ২০২০

 সুপার কাপের ফাইনালে মাদ্রিদ ডার্বি

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তেজনাপূর্ণ, ঘটনাবহুল ও নাটকীয়তায় ভরপুর ম্যাচে বার্সিলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও এ্যাটলেটিকোর দুর্দান্ত জয়টি এসেছে মূলত শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে। ম্যাচে এ্যাটলেটিকোর হয়ে গোলগুলো করেন কোকে, আলভারো মোরাটা ও এ্যাঞ্জেল কোরেয়া। বার্সার পক্ষে গোল দু’টি করেন অধিনায়ক লিওনেল মেসি ও এ্যান্টোনিও গ্রিজম্যান। ম্যাচ শেষ হওয়ার মাত্র নয় মিনিট আগ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে বার্সিলোনা খেলবে বলে মনে করা হচ্ছিল। সেটা হলে ফাইনালে হতো এল ক্লাসিকো। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তে পাল্টে যায় সব হিসেব-নিকেশ। মাত্র পাঁচ মিনিটের চমকে মাদ্রিদ ডার্বিতে পরিণত হয়ে গেছে সুপার কাপের ফাইনাল। রবিবার একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দুই জায়ান্ট রিয়াল ও এ্যাটলেটিকো। নয়ন জুড়ানো ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলা জমজমাট হয়ে ওঠে। ম্যাচের পাঁচটি গোলই হয়েছে এ অর্ধে। বিরতির পরপরই প্রথম মিনিটে (৪৬ মিনিট) গোল করে এ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা কোকো। ডি বক্সে এ্যাঞ্জেল কোরেয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার (১-০)। এরপর মেসি ও গ্রিজম্যানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাতালানরা। ৫১ মিনিটে মেসির গোলের পর ৬২ মিনিটে গ্রিজম্যান গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। এই ফলাফলেই ম্যাচ প্রবেশ করে শেষ দশ মিনিটে। সেখানেই চমকটা দেখায় দিয়াগো সিমিওনের দল। ৮১ মিনিটে পেনাল্টি থেকে আলভারো মোরাটা গোল করে মাদ্রিদ জায়ান্টদের সমতায় ফেরানোর পর ৮৬ মিনিটে কোরেয়ার গোলে জয় নিশ্চিত হয় এ্যাটলেটিকোর। ম্যাচে ভিএআর প্রযুক্তিতে অফসাইডের কারণে বাতিল হয়েছে বার্সিলোনার দুটি গোল। একই কারণে এ্যাটলেটিকো বঞ্চিত হয়েছে নিশ্চিত একটি পেনাল্টি থেকে। ম্যাচ শেষে এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেন, এটা দারুণ একটা ফলাফল। ছেলেদের পারফর্মেন্সে আমি খুব খুশি। অসাধারণ একটা ম্যাচ হয়েছে। আশা করছি ফাইনালে আমরা শেষ হাসি হাসতে পারব। অন্যদিকে হতাশ বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, ম্যাচ যখন ২-২ গোলের সমতায় চলে আসে তখন আমরা বুঝতেও পারলাম না কিভাবে নিজেদের এমন অবস্থায় ধরে রাখতে হয়। এই হারটা হতাশার। এই পরাজয়ে বার্সার কোচ পদে ভালভার্ডের অবস্থান আরও নড়বড়ে হয়ে গেল। বার্সার বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যান গত মৌসুমেও ছিলেন এ্যাটলেটিকো মাদ্রিদে। পুরনো ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমে গোল করলেও শেষ পর্যন্ত তাকে হারের স্বাদ পেতে হয়েছে। ম্যাচ শেষে গ্রিজম্যান বলেন, এ্যাটলেটিকো আমাদের চেয়ে বেশি ফাউল করেছে। শেষ পর্যন্ত এর মূল্য দিতে হয়েছে আমাদেরই। আমরা সবক্ষেত্রেই ভুল করেছি। পাস দেয়ায় ভুল করেছি। তারা গোল করার আগে আমি স্যামুয়েল উমটিটিকে পাস দিতে ভুল করেছি। এসব ছোটখাট ভুলগুলোই আপনাকে ম্যাচে হারিয়ে দিবে, যার ধারাবাহিকতায় হাতছাড়া হয় একটি লীগ, একটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। গ্রিজম্যানের মতো মেসিও তার দল শিশুদের মতো খেলেছে বলে অভিযোগ করেন। আর্জেন্টাইন তারকা বলেন, কয়েক মুহূর্তের জন্য আমরা একেবারেই নিষ্প্রভ হয়ে পড়েছিলাম, এটি খুবই লজ্জার। এ যেন শিশুসুলভ ভুল। এটি একটি বড় বিপর্যয়। বিশেষ করে আমরা দল হিসেবে তাদের চেয়ে সেরা। আমাদের এই ভুলের চরম মূল্য দিতে হয়েছে।
×