ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছে মরিশাস

প্রকাশিত: ০৯:৫৪, ১১ জানুয়ারি ২০২০

 বাংলাদেশে আসছে মরিশাস

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাস। বিশ্বব্যাপী ভ্রমণপ্রেমীদের কাছে দেশটি অত্যন্ত জনপ্রিয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে বি-গ্রুপে অংশ নিচ্ছে দলটি। গ্রুপে অপর প্রতিপক্ষ বুরুন্ডি ও সেশেলস। আফ্রিকা মহাদেশের অন্তর্গত তিনটি দলের ফুটবলই বাংলাদেশের কাছে বেশ অপরিচিত। ফিফা র‌্যাঙ্কিংয়ে মরিশাসের অবস্থান ১৭২। দেশটিতে দীর্ঘদিন শাসন করেছে হল্যান্ড, ফ্রান্স ও ইংল্যান্ড। স্থানীয় ফুটবলারদের পাশাপাশি ফ্রেঞ্চ বংশোদ্ভূতরাও রয়েছেন জাতীয় দলে। স্থানীয় বিভিন্ন দল ছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, বুলগেরিয়া, গ্রিস ও রোমানিয়ার বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির খেলোয়াড়দের। আদেল ল্যানগু মরিশাসের মিডফিল্ডার। স্বদেশী ক্লাব সার্কেল ডি জোয়াকিমে সিনিয়র লেভেলের ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে। পরের বছর জায়গা করে নেন জাতীয় দলে। চার বছর কিউরপাইপ শহরের ক্লাব সার্কেল ডি জোয়াকিমের হয়ে খেলা চালিয়ে যান। ২০১৮ সালে প্রথমবারের মতো সুযোগ আসে ফ্রান্সের লীগ টুয়ের দল প্যারিস এফসি’র হয়ে খেলার। একই বছর স্প্যানিশ লা লিগার দল ডিপোর্টিভো আলাভেসের হয়ে নিজের নাম লেখান আদেল ল্যানগু।
×