ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসুস্থ জীবনের বদলে জাতীয় দলে ডাক পেলেন ফাহিম

প্রকাশিত: ০৯:৫৩, ১১ জানুয়ারি ২০২০

 অসুস্থ জীবনের বদলে জাতীয় দলে ডাক পেলেন ফাহিম

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। এতে বাংলাদেশসহ অংশ নেবে ছয় দেশ। এ উপলক্ষে ৭ জানুয়ারি বাংলাদেশ দলের ২৩ জনের স্কোয়াড ঘোষিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৮ জানুয়ারি থেকে শুরু হয় অনুশীলন। তবে সেদিন অনুশীলনে ছিলেন মাত্র ১৪ ফুটবলার। অনুপস্থিত ছিলেন কোচ জেমি ডে (ছুটি), অধিনায়ক জামাল ভুঁইয়া (বিয়ের কারণে), আবাহনীর ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন (অসুস্থতা) এবং বসুন্ধরা কিংসের নয় ফুটবলার। একই ভেন্যুতে ৯ জানুয়ারি কোচ এবং বসুন্ধরার নয় ফুটবলার অনুশীলনে যোগ দিলেও জীবন-জামাল ছিলেন গরহাজির। তৃতীয়দিনে অনুশীলনের ভেন্যু বদলে যায়। অনুশীলন অনুষ্ঠিত হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের মাঠে। এদিন শুক্রবার অবশেষে পূর্ণাঙ্গ ২৩ জনের স্কোয়াড নিয়েই অনুশীলন হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে জীবন অনুশীলনে ছিলেন না। ছিলেন না বলতে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে তাকে বাদ দিতে বাধ্যই হন কোচ জেমি। পরে জীবনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়ে অনুশীলন করেন তরুণ ফরোয়ার্ড ফয়সাল হোসেন ফাহিম। সচেতন ফুটবলপ্রেমীদের মনে থাকার কথা, ২০১৭ সালে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জিতেছিলেন (হ্যাটট্রিকসহ ৭ গোল) এই ফাহিম। এছাড়া ২০১৯ সালে সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপেও একই সাফল্যের পুনরাবৃত্তি করেছিলেন। খেলেন সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডে। দ্ইু বছর ধরে সাইফের জার্সি গায়ে খেলা ফাহিমের ক্লাবটির সঙ্গে চুক্তি আছে আরও বছর খানেক। একটি সূত্রে জানা গেছে কোচ জেমি ডে ফাহিমকে বদলি ফরোয়ার্ড হিসেবে খেলাদে পারেন বঙ্গবন্ধু গোল্ডকাপে। কোচ যেখানে স্কোরিং সমস্যা নিয়ে চিন্তিত, সেখানে ফাহিম হয়তো আশার আলো দেখালে দেখাতেও পারেন। হাতে সময় আছে মাত্র ৪ দিন। তবে কোচ জেমি মনে করছেন অল্প সময়ের প্রস্তুতিতেও বাংলাদেশ নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট থাকাতে খেলোয়াড়রা এতদিন ধরে খেলার মধ্যেই ছিল। তাই সবার ফিটনেস বেশ ভাল অবস্থায় আছে। ক্লাব সূত্রে জানা গেছে ফেডারেশন কাপ শেষে আবাহনীর অনুশীলনে ছিলেন জীবন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার একদিন আগে আক্রান্ত হন ডায়রিয়ায়। এরপর জ্বরেও আক্রান্ত হন। ফলে তিনদিন ধরে ক্যাম্প শুরু হলেও একদিনও অনুশীলন করতে পারেননি সর্বশেষ প্রিমিয়ার লীগে দেশীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১৭ গোল করা জীবন। শুক্রবার তার ডাক্তার দেখানোর কথা ছিল। জীবনের এ অবস্থার কারণে তাকে ছাড়াই আক্রমণভাগের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ জেমি’কে। মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদ উদ্দিন প্রথম একাদশে কোচের প্রথম পছন্দ। সেক্ষেত্রে ফাহিমকে বদলি হিসেবে খেলানোরই সম্ভাবনা বেশি। বিয়ের ছুটি কাটিয়ে অনুশীলনের তৃতীয়দিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। গত রবিবার অনেকটা গোপনেই ডেনমার্কে বিয়ের কাজটি সেরে নিয়েছেন বাংলাদেশের মধ্যমাঠের অন্যতম ভরসা এই ফুটবলার। যদিও জানিয়েছিলেন ঢাকায় ফিরে বিয়ে সম্পর্কে বিস্তারিত বলবেন। তবে শুক্রবার জামাল স্ত্রীর নামটিই জানাননি। তবে জানা গেছে তার স্ত্রী পুরান ঢাকার মেয়ে। পড়াশোনা করেছেন জার্মানিতে কম্পিউটার সায়েন্সে। তার বাবার বন্ধুর মেয়ে। কয়েক বছরের সম্পর্কের পর পরিবারের ইচ্ছেতেই বিয়ে সম্পন্ন করেছেন জামাল। তিনি ঢাকায় ফিরলেও স্ত্রীকে রেখে এসেছেন জার্মানিতে। এখন শুধুই চোখ রাখছেন বাংলাদেশ দলের আসন্ন মিশনের দিকে।
×