ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

প্রকাশিত: ০৯:৪১, ১১ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম চট্টগ্রামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ঐতিহাসিক ভাষণ প্রচার, আলোচনা সভা ও শোভাযাত্রা। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো যৌথ ও পৃথক আয়োজনে দিবসটি পালন করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, পাকিস্তানের কারাগার থেকে লন্ডন ও দিল্লী হয়ে ঢাকায় ফেরার পর এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন ‘আমার সোনার বাংলা আজ স্বাধীন।’ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা নঈম উদ্দীন চৌধুরী, এ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, শফর আলী, নোমান আল মাহমুদ, বখতেয়ার উদ্দিন খান, জাহাঙ্গীর চৌধুরী, মিথুন বড়ুয়া। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের এমপি এমএ লতিফের উদ্যোগে নগরীর আগ্রাবাদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংসদ সদস্য এমএ লতিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি বঙ্গবন্ধুর মতো নিজের স্বার্থ ও লোভ ত্যাগ করে রাজনীতি করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন । প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে জনসেবার মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ, আব্দুল আজিজ মোল্লা, মোঃ আসলাম, সেলিম আফজল, নেছার মিয়া আজিজ, নুর মোহাম্মদ, মোঃ আলী আকবর, মোঃ ওমর ফারুক, হাজী মোঃ হাসান মুরাদ, হাজী হাসান, জাহিদুল আলম মিন্টু। রাজশাহী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল করিম বাবুল, নাইমুল হুদা রানা ও সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। সিলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা যুবলীগ নানা কর্মসূচী গ্রহণ করে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমসি কলেজে জাতির পিতার ম্যুরালে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নিজাম উদ্দিন, শাহ মোশাহিদ আলী, মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রণজিত সরকার, আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী প্রমুখ। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজন ও দেশপ্রেমে উজ্জীবিত বিপুল জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে বিভাগীয় শহর খুলনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ও প্রথম প্রহরে মুজিববর্ষের অনুষ্ঠান শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১৯২০ শিশু বঙ্গবন্ধু, ১৯২০ আলেম ও সহস্রাধিক মুক্তিযোদ্ধার কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গভীর আবেগ ও ভাবগম্ভীর আবহের জন্ম দেয়। অনুষ্ঠানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার শপথ পাঠ করান বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল। ১৭ আলেমের সমন্বয়ে পরিচালিত বিশেষ দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭৫-এ তার পরিবারের শহীদ সদস্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বরিশাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় নগরীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ। বগুড়া শুক্রবার বিকেলে মুহুর্মুহু করতালি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বগুড়া শহরের কেন্দ্রস্থল বীরশ্রেষ্ঠ স্কয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ) ক্ষণগণনা যন্ত্রে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষণগণনা উদ্বোধন করার পরই বগুড়ায় স্থাপিত যন্ত্রগুলো চালু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। পাশেই কৃষ্ণচূড়া চত্বরে স্থাপিত মঞ্চে অনুষ্ঠানমালা শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা,সংসদ সদস্য,জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন,সাংবাদিক, সরকারী কর্মকর্তা/কর্মচারীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বগুড়া সেনানিবাসে মুজিববর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল ইসলাম। এদিকে বগুড়ার ১২ উপজেলায় স্থাপিত ক্ষণগণনা যন্ত্র একই সময়ে চালু করা হয়। গোপালগঞ্জ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১০টায় জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও। তারা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সহসভাপতি শেখ রুহুল আমীন, সিকদার নূর মোহম্মদ দুলু, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের ও উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার প্যারেড গ্রাউন্ডের সঙ্গে একযোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় মুহুর্মুহু করতালি আর সেøাগানের মধ্য দিয়ে মার্কিন জেট বিমান থেকে প্রত্যাবর্তন করা জাতির জনকের আলোকবর্তিকাকে বরণ করা হয়। এর আগে দুপুর ২টা থেকে ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেলা কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত মঞ্চে সমবেত হন। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়। ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত পুরো অনুষ্ঠান উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠান শুরুর আগে প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সাতক্ষীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনায় বর্ণাঢ্য র‌্যালি আর সাতক্ষীরায় হাজারো কণ্ঠে শুদ্ধ উচ্চারণে জাতীয় সঙ্গীতে মুখরিত হয় সাতক্ষীরা। শুক্রবার দুপুরের পর থেকে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে সমবেত হন হাজার হাজার নারী পুরুষ আর স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। রং-বেরং এর ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ডে সজ্জিত হয়ে স্মরণকালের বৃহত্তম র‌্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মিলিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়। সেখানে জাতীয় অনুষ্ঠানমালার সঙ্গে সঙ্গতি রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রে শুরু হয় কাউন্টডাউন। জাতির পিতার প্রতিকৃতিতে হাজারো জনতা জানান বিনম্র শ্রদ্ধা। সন্ধ্যায় সাতক্ষীরা পৌরদীঘির মাঝখান বরাবর স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে লাইটিং করা হয়। পঞ্চগড় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা উপলক্ষে পঞ্চগড়ে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল জেলার বীর মুক্তিযোদ্ধাদের মা‘দের (যারা বেঁচে আছেন) রত্নগর্ভা সম্মাননা প্রদান, পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনার যন্ত্র উদ্বোধন উপলক্ষে জাতীয় কর্মসূচী বড় পর্দায় প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুড়িগ্রাম উলিপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ‘বিজয় মঞ্চ’এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিজয় মঞ্চের উদ্বোধন করেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন। প্রয়াত মুক্তিযোদ্ধা প্রকৌশলী সৈয়দ মাহমুদুর রহমান বেটুর নক্সায় মঞ্চের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, উলিপুর পৌরসভার প্রয়াত সাবেক মেয়র আব্দুল হামিদ সরকার। জাবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এ ম্যারাথনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন। শুক্রবার ভোর ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
×