ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআইএমআরএডি ও শেকৃবি চুক্তিপত্র বিনিময়

প্রকাশিত: ০৯:৩৮, ১১ জানুয়ারি ২০২০

 বিআইএমআরএডি ও শেকৃবি চুক্তিপত্র বিনিময়

সমুদ্রবিজ্ঞান বিষয়ক গবেষণা, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও আহরণসহ আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইএমআরএডি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তিপত্র বিনিময় হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা মতে, দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কি গ্রুপ গঠন করা হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিআইএমআরএডির মহাপরিচালক কমোডর কাজী এমদাদুল হক বিএন (অব) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ফিশারিজ, এ্যাকোয়াকালচার এ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে শেকৃবির উপউপাচার্য অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×