ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিডিও প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত!

প্রকাশিত: ০৯:৩২, ১১ জানুয়ারি ২০২০

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই  ইউক্রেনের বিমান বিধ্বস্ত!

তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ভুল করে ছোড়া ইরানী ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে কানাডা ও যুক্তরাজ্য। আকাশে ফ্লাইট পিএস ৭৫২ এর একটি ভিডিও প্রকাশ করে নিউইয়র্ক টাইমস বলেছে, তারা ওই ভিডিও যাচাই করে দেখেছে এবং ওই উড়োজাহাজে ইরানেরই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল বলে মনে হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের কাছে পারান্দ শহরের ওপরে একটি বিমানে কিছু একটা আঘাত করার পর ছোট বিস্ফোরণ ঘটে। তবে সঙ্গে সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়নি। কিছু সময় ওড়ার পর উড়োজাহাজটিকে বিমানবন্দরের দিকে ফিরতে দেখা যায়। সে সময়ই বিমানটি সঙ্কেত পাঠানো বন্ধ করে দেয় বলে মনে করা হচ্ছে। আগুন নিয়েই বিমানটি তেহরানের বিমানবন্দরের ওপরে কিছু সময় ওড়ে এবং তারপর বিধ্বস্ত হয়। ফুটেজের সঙ্গে পাওয়া শব্দ এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য ও উপগ্রহের ছবি মিলিয়ে ভিডিওর বিমানটিকেই ফ্লাইট পিএস৭৫২ বলছে নিউইয়র্ক টাইমস। মহাশূন্য প্রযুক্তি বিষয়ক কোম্পানি মাক্সার টেকনোলজি বৃহস্পতিবার উপগ্রহের ওই ছবি সংগ্রহ করে মার্কিন এ সংবাদ মাধ্যমকে সরবরাহ করেছে। ভিডিওতে বিমানে ‘ক্ষেপণাস্ত্র’ আঘাতের ১০ সেকেন্ড পর সংঘর্ষের শব্দ পাওয়া যায়, বিমানটি ক্যামেরার দুই মাইলের বেশি ওপরে থাকায় শব্দ পৌঁছাতে এ সময়টুকু লেগেছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। এ দূরত্বের সঙ্গে বিমান যাতায়াতের পথ নির্দেশক ওয়েবসাইট ফ্লাইট রাডারের দেয়া ফ্লাইট পিএস ৭৫২ এর মিল পাওয়ার কথাও জানিয়েছে তারা। ভিডিও ও উপগ্রহের ছবিতে বিমানটির কাছাকাছি থাকা বিভিন্ন ভবনের উচ্চতা ও নক্সাও তেহরানের বিমানবন্দরের আশপাশের সঙ্গে মিলে যায়, বলছে মার্কিন এ সংবাদ মাধ্যম। বুধবার ইউক্রেনের ওই বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে ইরান, কানাডাসহ বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন। বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেশ কয়েকটি সূত্র থেকে পাওয়া খবরের বরাতে ইরানী ক্ষেপণাস্ত্রের ভুল করে করা আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও তার সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি ইরানে বিমান বিধ্বস্তের ঘটনার বিস্তৃত আন্তর্জাতিক তদন্তও চেয়েছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, উপগ্রহের ছবিতে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্কেতের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্কেত মেলে। পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং ইরাকী কর্মকর্তাদের ধারণা, রাশিয়া নির্মিত টর ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিমানটিতে কী ঘটেছিল, তা নিয়ে তিনি সন্দিহান। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানির নিহতের প্রতিক্রিয়ায় ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার কাছাকাছি সময়েই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন গণমাধ্যমগুলোর ধারণা, ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানতে পারে শঙ্কায় ইরানের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা সক্রিয় ছিল। -বিবিসি
×