ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে প্রতিদিন ৯১ নারী ধর্ষণের শিকার

প্রকাশিত: ০৯:৩২, ১১ জানুয়ারি ২০২০

ভারতে প্রতিদিন  ৯১ নারী  ধর্ষণের শিকার

ভারতে প্রতিদিন ৯১ ধর্ষণ, ৮০ খুন আর ২৮৯ অপহরণের ঘটনা ঘটছে। ২০১৮ সালের নথিভুক্ত অভিযোগের হিসাব করে এ তথ্য পাওয়া গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) ২০১৮ সালের যে তথ্য প্রকাশ করেছে, তাতে সামনে এসেছে এই পরিসংখ্যান। যদিও বাস্তব দৃশ্য এর থেকে আরও ভয়াবহ। খবর আনন্দবাজার পত্রিকার। এনসিআরবি জানিয়েছে, মৌখিক অভিযোগের মাত্র ১ শতাংশই শেষ পর্যন্ত এফআইআর পর্যন্ত গড়িয়েছে। এনসিআরবি যে পরিসংখ্যান পেশ করছে, তা কেবল এফআইআর’র ভিত্তিতেই। এনসিআরবি’র নথি বলছে, থানায় যে লিখিত অভিযোগ (জেনারেল ডায়েরি) করা হয়, তার মধ্যে ৬০ শতাংশের ক্ষেত্রে শেষ পর্যন্ত এফআইআর করে তদন্তে নামে পুলিশ। এনসিআরবি’র দাবি, সব অভিযোগ এফআইআর হলে বাস্তবে ধর্ষণ, ডাকাতি বা খুনের ঘটনার সংখ্যা আরও বেড়ে যেত। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১.৩% ফৌজদারি অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ধর্ষণের পরিসংখ্যান আলাদা করে ভাবাচ্ছে বিভিন্ন মহলকে। নির্ভয়ার ঘটনার পর ধর্ষণকারীদের কঠোরতর শাস্তির লক্ষ্যে ফৌজদারি আইনে পরিবর্তন আনা হয়।
×