ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতি ৪৪০ কোটি ডলার ছাড়ানোর আশঙ্কা

প্রকাশিত: ০৯:৩১, ১১ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতি ৪৪০ কোটি  ডলার ছাড়ানোর আশঙ্কা

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বিধ্বংসী দাবানলে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৪৪০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে দেশটিতে দাবানল বিপর্যয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতিসাধিত হয় ২০০৯ সালে দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। সে সময় ৪৪০ কোটি ডলার ক্ষতির শিকার হয়েছিল অস্ট্রেলিয়া। তবে বুধবার আর্থিক ঝুঁকি নিয়ে গবেষণাকারী মার্কিন সংস্থা মুডি’স এ্যানালিটিকস জানিয়েছে, বর্তমানে চলমান দাবানলে ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মুডি’স-এর অর্থনীতিবিদ ক্যাটরিনা বলেন, ইতোমধ্যেই ভোক্তাদের মধ্যে আত্মবিশ্বাস ফ্যাকাসে হয়ে উঠেছে। চলমান দাবানল এই আত্মবিশ্বাস আরও দুর্বল করে তুলবে। এতে আগামী মাসে ঋণের ক্ষেত্রে সুদের হার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বায়ুদূষণ বৃদ্ধি, পর্যটন ও খামার শিল্পের ক্ষতি বিবেচনায় ব্যাপক ক্ষতির শিকার হবে অর্থনীতি। -গার্ডিয়ান
×