ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডায় ফিরে গেলেন হ্যারি- মেগান, রানীর সমাধান চেষ্টা

প্রকাশিত: ০৯:৩১, ১১ জানুয়ারি ২০২০

 কানাডায় ফিরে গেলেন হ্যারি- মেগান, রানীর সমাধান চেষ্টা

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল কানাডায় ফিরে গেছেন। হ্যারি ও মেগান গত বুধবার এক বিবৃতিতে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্ত নেয়ার আগে রাজপরিবারের কারও সঙ্গে তারা কোন ধরনের আলোচনা করেননি বলে জানা গেছে। খবর বিবিসির। তাদের সিদ্ধান্তের বিষয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ হ্যারির বাবা ও ভাইকে একটি কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশ দেয়ার পর মেগানের কানাডায় ফিরে যাওয়ার ঘটনা ঘটল। বড়দিন উদ্যাপনের জন্য ছেলে আর্চিকে নিয়ে ডিউক অব সাসেক্স হ্যারি (৩৫) ও স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান (৩৮) কানাডায় ছিলেন। মাত্র গত মঙ্গলবার তারা কানাডা থেকে যুক্তরাজ্যে ফিরে যান। হ্যারি ও মেগানের ঘোষণায় রাজপরিবার ‘ব্যথিত’ বলে জানা গেছে। রাজপরিবার সূত্রে বিবিসি জেনেছে, হ্যারি ও মেগান ব্যক্তিগত এই বিবৃতি দেয়ার আগে রাজপরিবারের কোন সদস্যের সঙ্গে আলোচনা করেননি। সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় আছেন রানি দ্বিতীয় এলিজাবেথের দুই নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। সে অনুযায়ী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে বিবেচিত হন। তাদের নির্দিষ্ট কিছু রাজকীয় দায়িত্ব পালন করার বাধ্যবাধকতা থাকে। হ্যারি-মেগান এই জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এর অর্থ দাঁড়ায়, তাদের ওপর থাকা রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন তারা। বুধবার প্রিন্স হ্যারি ও মেগান বিবৃতিতে বলেন, আমরা পরস্পরের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। এটি বহু মাসের আলোচনার প্রতিচ্ছবি। আমরা রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগ করলেও রানীকে সমর্থন করা অব্যাহত রাখতে চাই।
×