ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীঘ্রই সোলাইমানি হত্যার কঠোর বদলা নেয়ার ঘোষণা ইরানের

প্রকাশিত: ০৯:৩০, ১১ জানুয়ারি ২০২০

 শীঘ্রই সোলাইমানি  হত্যার কঠোর  বদলা নেয়ার  ঘোষণা ইরানের

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র আর সামরিক সংঘাতে না গিয়ে পিছিয়ে আসার পর এবার সুর চড়িয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ডের এক কমান্ডার ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অচিরেই জেনারেল সোলাইমানি হত্যার ‘আরও কঠোর বদলা’ নেবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় প্রভাবশালী ইরানী কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি নিহত হয়েছিলেন। এর বদলা নিতে ইরান ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু ইরানের ওই হামলায় কোন মার্কিন নাগরিকের প্রাণহানি হয়নি। সেনারা সব অক্ষত আছেন এবং সেনাঘাঁটিরও খুব সামান্যই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানও পরে বলেছে, তারা আত্মরক্ষার্থে হিসাব-নিকাশ করে ভারসাম্যপূর্ণভাবেই মার্কিন ঘাঁটিতে ওই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তবে ইরান এমন কথা বললেও ওই অঞ্চলের কর্মকর্তারা অবশ্য সাবধান করে দিয়ে বলেছিলেন, ইরান হয়ত এতেই ক্ষ্যান্ত নাও দিতে পারে এবং মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়ানোর যে লক্ষ্য তারা স্থির করেছে তা থেকে নাও সরে আসতে পারে। -রয়টার্স
×