ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুরের ধারার পৌষ উৎসব শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৯:২০, ১১ জানুয়ারি ২০২০

 সুরের ধারার পৌষ উৎসব  শুরু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ বৈচিত্র্যে ভরপুর ষড়ঋতুর এই বাংলাদেশ। এখানে প্রতিটি ঋতুর রয়েছে আলাদা বৈশিষ্ট্য। শীতের শুরু হয় পৌষ মাস দিয়ে। নতুন ফসল ঘরে তোলার আনন্দ নিয়ে বাংলার কৃষকসমাজ আদিকাল থেকে এই উৎসব পালন করে আসছে। ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পৌষকে এভাবেই তুলে ধরেছেন তার সৃষ্টিকর্মে। পৌষ উৎসবের প্রধান বৈশিষ্ট্য বাংলা লোকসঙ্গীতের বিশেষত বাউল গান। এছাড়াও পিঠাপুলি ও ঘুড়ি উড়ানো এ উৎসবের অন্যতম অনুসঙ্গ। এই উৎসব গ্রামকেন্দ্রিক হলেও বর্তমানে শহুরে সমাজেও শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই উৎসব পালনের চল। নানা আয়োজনে পৌষ উৎসবের আয়োজন করেছে সুরের ধারা। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, রাজধানীর লালমাটিয়া হাউসিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজের মাঠে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী এ উৎসবে থাকবে লোকজ গান, নাচ, রবীন্দ্র ও নজরুলের গান। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এ উৎসব চলমান থাকবে। এছাড়াও থাকবে বিভিন্ন রকমের পিঠাপুলি, শাড়িসহ বাহারি জিনিসের মেলা। থাকবে নাগরদোলা, সার্কাস, পতুলনাচ, বায়োস্কোপ, নিত্য ব্যবহার্য সামগ্রী ক্রয়ের স্টল।
×