ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘টেস্টামেন্ট অব রোমিও এ্যান্ড জুলিয়েট’ নাটকের তৃতীয় মঞ্চায়ন

প্রকাশিত: ০৯:২০, ১১ জানুয়ারি ২০২০

 ‘টেস্টামেন্ট অব রোমিও এ্যান্ড জুলিয়েট’ নাটকের তৃতীয় মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গত বুধবার সন্ধ্যা ৭টায় এম্পটি স্পেস থিয়েটারের ‘টেস্টামেন্ট অব রোমিও এ্যা- জুলিয়েট’ নাটকের ৩য় মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার নাট্য গবেষক সাইমন জাকারিয়া। নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক নূর জামান রাজা। নাটকের সেট, লাইট, মিউজিক, কস্টিউম এবং আর্ট ডিরেকশন নূর জামান রাজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নূর জামান রাজা, লোবা আহমেদ, গোলাম শাহরিয়ার শিক্ত, প্রকৌশলী ফকির বিপ্লব, স্বাধীন বিশ্বাসসহ আরও অনেকে। উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য ট্রাজেডি অব রোমিও এ্যান্ড জুলিয়েট’-এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে রচয়িতা গবেষণাধর্মী প্রযোজনা ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এ্যান্ড জুলিয়েট’ রচনা করেছেন নাটকটি। নাটকের অন্যতম চরিত্রের একজন কবি পূর্ণিমা রাতে গ্রেভ ইয়ার্ডে এসে ফুলের গন্ধে মাতাল হয়ে নিষ্ঠা প্রেমের গান করেন গভীর ধ্যানে। আর এই গান শুনে ছুটে আসে রোমিও এ্যান্ড জুলিয়েট। ঘটনা প্রবাহ এভাবে এগোতে থাকে, এমন সময় নাটকীয়ভাবে উপস্থিত হয় নাটকের আরও দুই চরিত্র ফাদার ফ্রায়ার এবং শেক্সপিয়র। এমনই রোমাঞ্চকর দৃশ্যপটের আবহে এগিয়ে চলা নাটকটি। প্রথম প্রযোজনা হিসেবে নির্বাচন করে ‘এম্পটি স্পেস’। এম্পটি স্পেসের সভাপতি গোলাম শাহরিয়ার সিক্ত বলেন, তারুণ্য ভরা নতুন নাট্যদল, তাই আমাদের ভাবনাতে ছিল নতুন নাটকে নতুন দর্শনের, নতুন চিন্তার, নতুন কিছুর আবহ থাকবে। এমন সময় দেশের অন্যতম নাট্যকার ও নাট্যগবেষক সাইমন জাকারিয়ার এই পান্ডুলিপিটি আমাদের হাতে আসে আমাদের নাটকের বড় ভাই সম্রাট প্রামানিকের মাধ্যমে। আর নির্দেশনা প্রসঙ্গে সিক্ত বলেন, নূর জামান রাজা আর আমি নাট্যচর্চা শুরু করি একই সঙ্গে থিয়েটার স্কুল দিয়ে। তারপর নিয়মিত থিয়েটারে কাজ করি টানা ১৫ বছর। একসঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে এই নাটক নির্দেশনার জন্য নূর জামান রাজা উপযুক্ত। যেহেতু রাজা অতীতে থিয়েটারে অভিনয়ের পাশাপাশি নেপথ্যের ডিজাইন বেজড কাজে সফলতা দেখিয়েছেন। তাছাড়া নূর জামান রাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে লেখাপড়া করেছেন। তাই আমরা সকলে তাকে যোগ্য মনে করে এই দায়িত্ব পালনের অনুরোধ করলে বিষয়টা তিনি সাদরে গ্রহণ করেন। আধুনিক থিয়েটারের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন উদ্যোমী তরুণের উদ্যোগে নির্মিত নতুন নাটকের দল ‘এম্পটি স্পেস’ থিয়েটার। নতুন দলের উদ্যোক্তাদের মঞ্চ নাটক নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে প্রায় দেড় যুগের। থিয়েটার স্কুল দিয়ে তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু ২০০০ সালের পরেই। থিয়েটারের অতীত শিক্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়েছেন ঢাকায় নতুন নাটকের দল ‘এম্পটি স্পেস’।
×