ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে নির্মাণ করা হবে আরেকটি নভোথিয়েটার

প্রকাশিত: ০৮:৫১, ১১ জানুয়ারি ২০২০

 বরিশালে নির্মাণ করা হবে আরেকটি নভোথিয়েটার

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে এবার ঢাকার বাইরে বিভাগীয় শহর বরিশালে স্থাপন করা হবে আরেকটি নভোথিয়েটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামে নতুন এই এই নভোথিয়েটারটি কুসংস্কার দূরীকরণে, জনগণের মধ্যে বিজ্ঞান সম্পর্কিত ধারণা তৈরিতে এবং বৈজ্ঞানিক মনোভাব সঞ্চার করতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামেই নতুন নভোথিয়েটারটি স্থাপিত হবে বরিশাল সদর উপজেলাধীন দক্ষিণ চরআইচা মৌজায়। এজন্য একটি প্রকল্প একনেক অনুমোদন করেছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সরকারের নিজস্ব অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ৪১২ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’তে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে, যা ৭ জানুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের আওতায় জমি কেনা হবে ১০ একর। সেখানে স্থাপন করা হবে ৬ তলা ভিত বিশিষ্ট ৬ তলা প্লানেটেরিয়াম ব্লক এবং ৭ তলা ভিত বিশিষ্ট ডরমিটরি। এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতিও থাকবে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান জানিয়েছেন, জনগণের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব সঞ্চার করার বিষয়টি ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা আছে। প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়াদি সাধারণ জনগণ, শিক্ষক, ছাত্র ও ছাত্রীদের অবহিত করে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, প্রকল্পটি সমাজ হতে বিজ্ঞান সংশ্লিষ্ট কুসংস্কার দূরীকরণে ভূমিকা রাখবে। বৈজ্ঞানিক মনোভাব সঞ্চার করবে। প্রকল্পটি ২০২২ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে।
×