ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে ভূগর্ভস্থ লাইনে বিদ্যুত সঞ্চালন শুরু

প্রকাশিত: ০৮:৫০, ১১ জানুয়ারি ২০২০

  সিলেটে ভূগর্ভস্থ লাইনে বিদ্যুত  সঞ্চালন শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশের ইতিহাসে প্রথম সিলেট নগরীতে ভূগর্ভস্থ লাইনে বিদ্যুত সঞ্চালন শুরু হয়েছে। হযরত শাহজালাল মাজার এলাকায় চালু হয় এই লাইন। এতে খুশি স্থানীয়রা। সিটি কর্পোরেশন বলছে, আগামী জুনে শেষ হবে প্রকল্পের পুরো কাজ। চায়ের দেশ কিংবা ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি খ্যাত সিলেট। সৌন্দর্যের টানে প্রতিদিনই এখানে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা। শহরের সেই সৌন্দর্যে নতুন করে যোগ হয়েছে ভিন্নমাত্রা। ঝুলে থাকা তারের জঞ্জাল আর যত্রযত্র বিদ্যুতের খুঁটি থেকে মুক্ত হচ্ছে নগরীর ৪৫ কিলোমিটার এলাকা। স্মার্ট ডিজিটাল সিটি হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে নেয়া হয়েছে বিদ্যুতের লাইন। সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয় গেল বছর ফেব্রুয়ারিতে। এর ১০ মাস পর এক নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল মাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পিডিপির অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এই কাজটি শুরু হয়। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে হযরত শাহজালাল মাজার এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালু করা হয়েছে। উন্নত রাষ্ট্রের আদলে দেশের প্রথম ভূ-গর্ভস্থ বিদ্যুতের লাইন হওয়ায় খুশি স্থানীয়রা। দি সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব বলেন, ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালুর ফলে রাস্তাঘাটে চলাফেরা করা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে। সিলেটে এই প্রকল্প চালুর মাধ্যমে গোটা দেশের মধ্যে একটি যুগান্তকারী ইতিহাস রচিত হয়েছে। উল্লেখ্য, আগামী জুনের মধ্যেই শেষ হবে পুরো প্রকল্পের কাজ। যার ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা।
×