ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোনালিসা চট্টোপাধ্যায়-এর ছড়া-কবিতা

প্রকাশিত: ০৬:২২, ১১ জানুয়ারি ২০২০

 মোনালিসা চট্টোপাধ্যায়-এর ছড়া-কবিতা

আমার সোনা আমার সোনা, আমার সোনা, বলছি তবে যাই। সবার থেকে আদর চায় বুঝছি ভালো তাই বেড়াতে গেলে কোলের কাছে চিপসটি হাতে নিয়ে ছন্দ কেটে গল্প শোনে কোলড্রিংকসটা পেয়ে, গল্পে দেখি রাজাররানী মারছে উুঁকিঝুঁকি খুকুর কেন সাধ যে জাগে মায়ের সঙ্গে টুকি। আমার সোনা কখন যেন রাজ্য-জয়ে দেশে কটকটিকে বধ করেছে কিরণমালা সেজে। ফেরিওয়ালা ফেরিওয়ালা রাস্তা দিয়ে যায় যে হেঁকে হেঁকে একই কথা নানান সুরে বলছে ডেকে ডেকে মাথার প’রে ঝাঁকায় ভরা মালপত্তর তুলে বাসন হাঁড়ি খেলনা পুতুল ক্ষিধে তেষ্টা ভুলে নানান সব জিনিসগুলো নানান কত দাম রঙিন খেলা রঙিন দামে ঝরায় কত ঘাম। ঝাঁকড়া মাথা শূন্য গায়ে খোকাখুকু চায় ফেরিওয়ালার ডাক শুনলে মজার দিন যায়।
×