ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল

প্রকাশিত: ১২:২৬, ১০ জানুয়ারি ২০২০

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ দেশ-বিদেশের চলচ্চিত্র দেখার চমৎকার এক আয়োজন। ৭৪ দেশের ২২০টি চলচ্চিত্রে সাজানো হয়েছে উৎসব। রাজধানীর ছয় ভেন্যুতে দর্শকরা দেখতে পাবেন নানা প্রেক্ষাপট ও গল্পের ছবিগুলো। শনিবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত উৎসবটি ইতোমধ্যে পরিণত হয়েছে এশিয়ার জনপ্রিয় এক আয়োজনে। এবারের উৎসবে বিভিন্ন দেশ থেকে ৯৫ প্রতিনিধি অংশ নিচ্ছেন। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদে শনিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। শনিবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
×