ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাকরির মেয়াদ বাড়ল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের

প্রকাশিত: ১২:২১, ১০ জানুয়ারি ২০২০

চাকরির মেয়াদ বাড়ল  রাষ্ট্রপতির প্রেস সচিব  জয়নাল আবেদীনের

জনকণ্ঠ ডেস্ক ॥ অবসরোত্তর ছুটি স্থগিত করে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনকে তিন বছরের চুক্তিতে আগের পদেই নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীনকে আগামী ১১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরে তিন বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর বাংলানিউজের। পৃথক আদেশে জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ দিয়ে প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পদায়ন করা হয়। জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন থেকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৮ এপ্রিল তাকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) দায়িত্ব দেয়া হয়। এর পর গত বছরের ৩০ এপ্রিল জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্বে ফিরিয়ে আনা হয়।
×