ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে জয়ের ধারায় ওসাকা-কেভিতোভা

শুরুতেই বিদায় বার্টির

প্রকাশিত: ১১:৫৫, ১০ জানুয়ারি ২০২০

শুরুতেই বিদায় বার্টির

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে এ্যাশলে বার্টির। ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল। সেইসঙ্গে ডব্লিউটিএ ফাইনালসেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অস্ট্রেলিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই ভক্ত-অনুরাগীদের হতাশ করলেন তিনি। কেননা বৃহস্পতিবার ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই যে বিদায় নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। তাও আবার বাছাই খেলোয়াড় জেনিফার ব্র্যাডির কাছে হেরে। নতুন বছরে দুর্দান্ত শুরু করা ব্র্যাডি এদিন ৬-৪ এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যাশলে বার্টিকে। এর আগে নিজের প্রথম ম্যাচে জেনিফার ব্র্যাডি হতাশ করেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাকেও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা মারিয়া শারাপোভা এবং এ্যাশলে বার্টিকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত জেনিফার ব্র্যাডি। তবে কোয়ার্টার ফাইনালেও অগ্নিপরীক্ষা দিতে হবে তাকে। ব্রিসবেনের শেষ আটে আজ তার প্রতিপক্ষ পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড় শেষ ষোলোতে ৬-৩ এবং ৬-২ সেটে পরাজিত করেন লিদমিলা সামসোনোভাকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে মাত্র ৬১ মিনিট। কেভিতোভার মতো কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছেন নাওমি ওসাকা এবং এ্যালিস মার্টেন্স। রাউন্ড অব সিক্সটিনে সাবেক শীর্ষ তারকা ওসাকা এদিন ৬-৭ (৩/৭), ৬-৩ এবং ৬-১ সেটে পরাজিত করেন আমেরিকার সোফিয়া কেনিনকে। এর আগের ম্যাচে মারিয়া সাক্কারিকে হারিয়ে নতুন বছর শুরু করেছিলেন জাপান তারকা ওসাকা। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে এই টুর্নামেন্টে নিজের সেরাটা ঢেলে দিয়েই লড়াই চালিয়ে যেতে চান ওসাকা।
×