ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-শ্রীলঙ্কার সিরিজ ফয়সালার লড়াই আজ

প্রকাশিত: ১১:৫৪, ১০ জানুয়ারি ২০২০

ভারত-শ্রীলঙ্কার সিরিজ ফয়সালার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ আজ। পুনেতে বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে দুই দলের লড়াই। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানে লঙ্কানরা। তাই শেষ ম্যাচটা সফরকারীদের জন্য ‘ডু অর ডাই।’ এই ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। কেননা, শেষ ম্যাচ থেকে যে ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার ইসুরু উদানা। পিঠের চোটের জন্য মাঠে নামতে পারবেন না উদানা। ৩২ বছর বয়সী ইসুরুর অভাব ইন্দোরেও টের পেয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে মাত্র ১ রান করে আউট হলেও উদানা শ্রীলঙ্কার নির্ভরযোগ্য বোলার। তবে শর্ট থার্ডম্যানে ফিল্ডিং করার সময় পিঠে চোট পেলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর আর মাঠে নামেননি তিনি। তবে শেষ ম্যাচের আগে উদানা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছিল সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি তা। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যান তিনি। এ প্রসঙ্গে লঙ্কান কোচ মিকি আর্থার বলেন, চোট গুরুতর না হলেও এখনও যন্ত্রণা অনুভব করছে সে। যে কারণে শেষ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই। আর্থার বলেন, ‘আমি চিকিৎসক নই। তবে উদানা যন্ত্রণায় ছটফট করছে। আশাকরি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে উদানাকে পাওয়া যাবে।’ দ্বিতীয় টি২০ ম্যাচে তার অভাব অনুভূত হওয়ার কথা স্বীকার করেছেন দ্বীপরাষ্ট্রের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি বলেন, ‘উদানা আমাদের প্রধান বোলার। টি২০ ফরমেটে যথেষ্ট অভিজ্ঞ সে। আমরা বল করতে যাওয়ার ঠিক আগে চোট পায় উদানা। যা খুবই দুঃখজনক।’ তবে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেও তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে না। বরং পুনেতে স্কোয়াডের সঙ্গে রেখে ফিজিও’র তত্ত্বাবধানে উদানার শুশ্রƒষা করানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সামনে ভরা ক্রিকেট মৌসুম শ্রীলঙ্কার। ভারতের বিরুদ্ধে সিরিজের পর জিম্বাবুইয়ে সফরে যাবে তারা। তারপর আয়ারল্যান্ড যাবে শ্রীলঙ্কা। সেই সিরিজ শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ মালিঙ্গাদের। সে কারণেই উদানাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চান না আর্থার। শ্রীলঙ্কার খারাপ সময় গেলেও উড়ছে স্বাগতিক ভারত। শেষ ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বিরাট কোহলির দল। দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নিয়েছেন সাইনি। তার মধ্যে ১৩টি ছিল ডট বল। গতি দিয়েই বাজিমাত করছেন তিনি। সাইনি মনে করছেন, ধীরে ধীরে অভিজ্ঞ হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে সাইনি বলেন, ‘যখন আমি টি২০ ক্রিকেটে প্রথম খেলি, তখন শুধুই জোরে বল করার চেষ্টা করে যেতাম।
×