ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে এবার মাঠের বাইরে এ্যান্ডারসন

প্রকাশিত: ১১:৫৩, ১০ জানুয়ারি ২০২০

ইনজুরিতে এবার মাঠের বাইরে এ্যান্ডারসন

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর থেকে চোট আর অসুস্থতা পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। এই সফরে এবার ইনজুরির শিকার হলেন টেস্টে ৫৮৪টি উইকেটের মালিক ফাস্ট বোলার জেমস এ্যান্ডারসন। চার ম্যাচের সিরিজের বাকি দুটিতে খেলতে পারবেন না ইংল্যান্ডের শীর্ষ টেস্ট বোলার। গত আগস্টের এ্যাশেজে মাত্র চার ওভার বল করে পায়ের চোটে ছিটকে পড়েন এ্যান্ডারসন। সুস্থ হয়ে ফেরার পর মাত্র দুটি টেস্ট খেলে আবারও মাঠের বাইরে। কেপটাউন টেস্টে ইংল্যান্ডের ১৮৯ রানে জয়ের পথে শেষ দিন পাঁজরে ব্যথা পান। তারপরও বল করেছেন, কিন্তু জানতেন না নিজেকে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছেন। ম্যাচ শেষ হওয়ার পরদিন বুধবার কেপটাউনে এমআরআই স্ক্যান করান এ্যান্ডারসন। এদিন এক বিবৃতি দেয় ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড সিমার জেমস এ্যান্ডারসন। এ ধরনের চোট সারতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ লাগে। শীঘ্রই ইংল্যান্ডে ফিরে যাবেন ৩৭ বছর বয়সী পেসার। তার বিকল্প হিসেবে দলে আছেন সমারসেট সিমার ক্রেগ ওভারটন। এ্যান্ডারসন তার টুইটারে লিখেছেন, ‘পাঁজরের হাড় ভেঙ্গে যাওয়ায় সিরিজের বাকি সময়টা খুব মিস করব। আশাকরি কয়েক সপ্তাহের মধ্যে সেরে উঠব। দূর থেকে সতীর্থদের সমর্থন দিয়ে যাব।’ এক ইনিংসে ৫টিসহ কেপটাউন টেস্টে ৭ উইকেট নেয়া এ্যান্ডারসনকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। এর আগে সিরিজের শুরু থেকে দুঃসহ পরিস্থিতির শিকার হয় তারা। ১০ ক্রিকেটার ও একাধিক সাপোর্ট স্টাফ ফ্লুতে আক্রান্ত হন। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার ঠিক আগে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান ওপেনার ররি বার্নস। ইংল্যান্ডে ফিরে গেছেন অস্ত্রোপচার করাতে। কনুইয়ে চোট পেয়ে সর্বশেষ টেস্ট খেলা হয়নি পেসার জোফরা আর্চারের। এতসব ঘটনার পর এই সফরকে ‘অভিশপ্ত’ আখ্যা দেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। খেলা দেখতে এসে স্ট্রোক করে এখন জোহানেসবার্গের হাসপাতালে শয্যাশায়ী তার বাবা। পোর্ট এলিজাবেথে ১৬ জানুয়ারি তৃতীয় টেস্ট শুরু হবে।
×