ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ কুমিল্লাকে হারালেই ‘প্লে অফে’ খুলনা

প্রকাশিত: ১১:৫৩, ১০ জানুয়ারি ২০২০

আজ কুমিল্লাকে হারালেই ‘প্লে অফে’ খুলনা

মিথুন আশরাফ ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ৩৮টি ম্যাচ শেষ হয়ে গেছে। এখন লীগপর্বের বাকি আছে আর চারটি ম্যাচ। তবে ‘প্লে-অফে’র বাকি থাকা আর একটি দল আজই মিলে যেতে পারে। খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের মধ্যকার আজ ম্যাচ রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাত সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে কুমিল্লা হারলেই বিদায় নেবে। আর কুমিল্লা বিদায় নিলে স্বাভাবিকভাবেই ‘প্লে-অফে’র চার দল মিলে যাবে। শেষ দল হিসেবে খুলনা টাইগার্স ‘প্লে-অফে’ খেলা নিশ্চিত করে নেবে। দিনটিতে দুপুরে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্সও লড়াই করবে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এককভাবে অবস্থান করছে। পরের অবস্থানেই মঙ্গলবার পর্যন্ত ছিল রাজশাহী রয়্যালস। দলটি ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম ও রাজশাহী আগেই ‘প্লে-অফ’ খেলা নিশ্চিত করে নিয়েছে। বাকি ছিল দুই দল। বুধবার রংপুর রেঞ্জার্সকে হারিয়ে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে রাজশাহীর চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে ঢাকা প্লাটুন। সেই সঙ্গে ‘প্লে-অফ’ খেলাও নিশ্চিত করে। বাকি থাকে একটি দল। আজ সেই দলটি মিলে যেতে পারে। যদি খুলনার কাছে হারে কুমিল্লা, তাহলেই সব হিসেব শেষ হয়ে যাবে। এরআগে খুলনার কাছে হেরেছে কুমিল্লা। সিলেট থান্ডারের পর রংপুর রেঞ্জার্স বিদায় নিয়েছে। বাকি থাকা পাঁচ দলের মধ্যে তিন দল ‘প্লে-অফে’ খেলা নিশ্চিত করেছে। আজ একটি দল নিশ্চিত হয়ে যেতে পারে। যদি কুমিল্লা জিতে যায়, তাহলে ‘প্লে-অফে’ খেলার আশা জিইয়ে রাখবে। তবে কুমিল্লার শেষ চার দলের একটি হওয়া তারপরও কঠিনই হবে। দলটি যে রানরেটে অনেক পিছিয়ে আছে। খুলনা আর কুমিল্লার মধ্যে কোন দল যাবে ‘প্লে-অফ’? এই প্রশ্নই আসলে ঘুরপাক খাচ্ছে। তবে খুলনা এখন ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। চতুর্থ স্থানে আছে। আবার রানরেটও খুলনার (+০.৫০৭) অনেক ভাল। সেই তুলনায় কুমিল্লা ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আছে। রানরেট +০.০৫৬। অনেক কম। অনেক বড় জয় না হলে আসলে কুমিল্লার ‘প্লে-অফে’ যাওয়া কঠিনই। খুলনার আরও একটি ম্যাচ হাতে থাকবে। কুমিল্লার কাছে হারলে রানরেট কমবে। আবার ঢাকা প্লাটুনের কাছে নিজেদের শেষ ম্যাচটিতে হারলেও রানরেট কমবে। যদি হাতে থাকা দুই ম্যাচে বড় ব্যবধানে হারে খুলনা তাহলে কুমিল্লার ভাগ্য খুলে যেতে পারে। তখন রানরেটে খুলনা পেছনেও পড়ে যেতে পারে। তবে আজ কুমিল্লা হারলে সব হিসেবেই শেষ হয়ে যাবে। চট্টগ্রাম, রাজশাহী, ঢাকার পর খুলনাই ‘প্লে-অফে’ খেলা নিশ্চিত করে নেবে। দিনের প্রথম ম্যাচটিতে দুপুর ২টায় ঢাকা ও রংপুর লড়াই করবে। এই ম্যাচটি রংপুরের জন্য গুরুত্বহীন হয়ে পড়েছে। দলটির যে বিদায় ঘণ্টা আগেই বেজে গেছে। তবে ঢাকার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি ম্যাচটিতে জিতে ঢাকা তাহলে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে। নিজেদের শেষ ম্যাচটিতে শনিবার খুলনার বিরুদ্ধে জিতলে তো কথাই নেই। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকবে। আর হারলেও সমস্যা নেই। দ্বিতীয় স্থানে থেকে লীগপর্ব শেষ করতে পারবে। আজ ও শনিবার দুইদিন দুটি করে ম্যাচ হবে। এরপর লীগপর্ব শেষ হবে। পয়েন্ট তালিকায় যে দুটি দল শীর্ষে থাকবে তাদের ফাইনালে ওঠার সুযোগ ভাল থাকবে। ফাইনাল ম্যাচসহ মোট ৪৬টি ম্যাচের মধ্যে ৩৮টি ম্যাচ শেষ হয়ে গেছে। এখন বাকি আছে ৮টি ম্যাচ। আজ ও শনিবার চারটি ম্যাচ হবে। লীগের সব ম্যাচ শেষ হবে। এরপর ‘প্লে-অফে’র লড়াই শুরু হবে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচ হবে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে। একদিন বিরতি দিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত সাতটায় শুরু হবে ফাইনাল ম্যাচ। লীগপর্ব শেষে যে দুটি দল পয়েন্ট তালিকার ওপরে থাকবে, তাদের ফাইনালে খেলার সুযোগ বেশি থাকবে। কিভাবে? পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার হবে। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে। প্রথম কোয়ালিফায়ারে জেতা দল ফাইনালে উঠে যাবে। এলিমিনেটর ম্যাচে জেতা দল টিকে থাকবে। হারা দল বিদায় নেবে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে হারা দলও টিকে থাকবে। তারা এলিমিনেটর ম্যাচে জেতা দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলবে। এই ম্যাচটিতে যে দল জিতবে, তারাই ফাইনালে উঠবে। প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচটিতে খেলবে। বোঝাই যাচ্ছে, পয়েন্ট তালিকার এক ও দুই নম্বর দলের মধ্যে যে দলটি প্রথম কোয়ালিফায়ারে হারবে তাদের ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে। কিন্তু তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর লড়াইয়ে হারা দলের সেই সুযোগ থাকবে না। তারা বিদায় নেবে। তাই প্রথম ও দ্বিতীয় স্থান হওয়ার জন্যই চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী চেষ্টা করছে। তবে খুলনাও কিন্তু সেরা দুই দলের একটি হতে পারে। এ জন্য আজ কুমিল্লাকে হারাতেই হবে খুলনাকে। এরপর নিজেদের শেষ ম্যাচে ঢাকাকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে উঠেও যেতে পারে খুলনা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে কোন দল আছে তা খুঁজতে শনিবার লীগপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ‘প্লে-অফে’র আরেকটি দল কারা হবে তা আজই মিলে যেতে পারে। খুলনার বিরুদ্ধে কুমিল্লা হারলেই তা পরিষ্কার হয়ে যাবে। আর কুমিল্লা জিতলে ‘প্লে-অফে’র শেষ দলটি পেতেও শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
×