ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১১:৫২, ১০ জানুয়ারি ২০২০

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ দাপুটে জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে গ্যালাক্টিকোরা। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়ালের হয়ে গোলগুলো করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস, স্পেনের এ্যাটাকিং মিডফিল্ডার ইস্কো ও ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। ম্যাচের ইনজুরি সময়ে ভালেন্সিয়ার একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফুটবলার ড্যানিয়েল পারেজো। বেশি টাকার মোহে এবার আসরটি এশিয়ার দেশ সৌদি আরবে করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চার দলের এই আসরে তারা বেশ সফল। স্টেডিয়ামে দর্শকের ঢল নেমে এসেছে। রিয়াল ফাইনালে ওঠায় শিরোপা নির্ধারণী ম্যাচে এল ক্লাসিকো হওয়ার সমূহ সম্ভাবনা জেগেছে। এ জন্য রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে করতে হবে বাকি কাজটুকু। বৃহস্পতিবার রাতে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলেছে কাতালানরা। ফলাফল কি হয়েছে তা অবশ্য এতক্ষণে সবার জানা হয়ে গেছে। মেসি-সুয়ারেজরা জয় পেয়ে থাকলে ১২ জানুয়ারি একই ভেন্যুতে ফাইনাল মহারণ হবে রিয়াল ও বার্সার মধ্যে। স্প্যানিশ লা লিগায় ভালেন্সিয়ার বিরুদ্ধে সর্বশেষ দুই ম্যাচে জিততে ব্যর্থ হয়েছিল রিয়াল। ভিন্ন প্রতিযোগিতায় এবার সেই দলকেই উড়িয়ে দিয়েছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা। তারকা আক্রমণত্রয়ীকে হারিয়ে শক্তি হারালেও ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। সাফল্যও পেয়ে যায় দ্রুত। ১৫ মিনিটে টনি ক্রুসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। কর্নার থেকে সরাসরি গোল করে ইতিহাসে নাম লেখান তারকা এই মিডফিল্ডার। এ সময় ভ্যালেন্সিয়া গোলরক্ষক জউমে ডমেনেখে নিজের জায়গা ছেড়ে রক্ষণভাগে বেশি মনযোগী ছিলেন। এই সুযোগটাই নিয়েছেন ক্রুস। গোলরক্ষক একটু সামনে থাকার সময়ই শট নিয়েছেন। ডমেনেখ ব্যাপারটা বুঝতে পারলেও দেরি হয়ে গেছে। সাধ্যমতো চেষ্টা করে শুধু হাতটা বলে ছোঁয়াতে পারে। এর ফলে দীর্ঘ ২৩ বছর পর রিয়ালের হয়ে কেউ কর্নার থেকে সরাসরি গোল করলেন। ক্লাবটির হয়ে সর্বশেষ ১৯৯৭ সালে লা লিগায় এমন এক গোল করেছিলেন সাবেক ক্রোয়েশিয়ান তারকা ডেভর সুকার। কর্নার থেকে সরাসরি গোল অবশ্য নতুন কিছু নয়। ইতিহাস বলছে, কর্নার থেকে সরাসরি গোলের প্রথম নজিরটি গড়েছিলেন স্কটিশ দ্বিতীয় বিভাগের ফুটবলার বিলি এ্যালস্টোন। এরপর তো এমন কত গোলই হয়েছে। অনেক তারকা ফুটবলার যেমন করেছেন, তেমনি আছেন অখ্যাতরাও। তারকাদের মধ্যে আছেন জিকো, দিয়াগো ম্যারাডোনা, রোনাল্ডিানহো, রবার্তো কার্লোস ও ডেভিড বেকহ্যাম। ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইস্কো। মডরিচের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ তারকা। দুই মিনিট পর ইস্কোর হেড পোস্টে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় রিয়াল। বিরতির পর ৬৫ মিনিটে আরেকটি দারুণ গোলে রিয়ালের জয় নিশ্চিত করে দেন মডরিচ। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে ভ্যালেন্সিয়ার হয়ে সান্ত¡নাসূচক গোলটি করেন পারোজো। ডি বক্সে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টি পায় দলটি। ম্যাচে মডরিচ এক গোল করে ক্যারিয়ারের দুর্দান্ত এক মাইলফলক গড়েছেন। এটি তার পেশাদারী ক্যারিয়ারের ১০০তম গোল।
×