ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসের ৯ খেলোয়াড় অনুশীলনে যোগ দিলেও অনুপস্থিত অধিনায়ক জামাল ও ফরোয়ার্ড জীবন

ফুটবলারদের ক্লান্তি নিয়েই চিন্তিত কোচ জেমি

প্রকাশিত: ১১:৫১, ১০ জানুয়ারি ২০২০

ফুটবলারদের ক্লান্তি নিয়েই চিন্তিত কোচ জেমি

রুমেল খান ॥ দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ দিয়েই পর্দা উঠবে ষষ্ঠবারের মতো আয়েজিত এই আসরের। বুধবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। প্রথমদিনের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না হেড কোচ জেমি ডে। তবে বৃহস্পতিবার থেকে দলের সঙ্গেই দেখা গেছে তাকে। গত ডিসেম্বরে এসএ গেমস শেষে নেপাল থেকেই নিজ দেশ ইংল্যান্ডে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তিনি অনুশীলন পর্বে যুক্ত হলেও এদিনও গরহাজির ছিলেন দলপতি-মিডফিল্ডার জামাল ভুঁইয়া এবং ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। তবে এদিন অনুশীলনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের নয় ফুটবলার। ডেনমার্কে গিয়ে সদ্যই বিয়ে করা জামালের বৃহস্পতিবারই দেশে ফেরার কথা। আর জ্বরে আক্রান্ত জীবন। জেমি জানিয়েছেন, অনুশীলন দেখে তার কাছে মনে হয়েছে ফুটবলারদের কারোর ফিটনেস কোন সমসা নেই। তবে তারা কিছুটা ক্লান্ত। হাতে যেহেতু এখনও কিছুটা সময় আছে সেহেতু ওই ক’দিন তিনি নিজের শিষ্যদের গোলস্কোরিং ক্ষমতা বাড়ানোর ওপরই বেশি জোর দেবেন। ব্রিটিশ কোচ জেমি বিমানযোগে ঢাকায় পৌঁছেছিলেন বুধবার সকালেই। তবে ঠিক ওই সময়ই দলের অনুশীলন শুরু হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুরে হাজির হতে পারেননি। তার অধীনে বৃহস্পতিবার দেড় ঘণ্টা অনুশীলন করেন রানা-রায়হানরা। অনুশীলন শেষে জেমি বলেন, ‘যা দেখলাম, তাতে মনে হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস লেভেল ঠিকই আছে। এসএ গেমস খেলার পর আবার ফেডারেশন কাপ ছিল। এগুলো খেলে স্বভাবতই খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত।’ বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথমদিনই বাংলাদেশের ম্যাচ। হাতে সময় আছে আরও ৬ দিন। এই সময়ের মধ্যে খেলোয়াড়দের ক্লান্তিভাবটা যেন দূর হয়, সেই চেষ্টাই করবেন জেমি, ‘ম্যাচের আগে খেলোয়াড়দের ফুরফুরে রাখতে চাই। ট্রেনিং সেশন সাজাব ক্লান্তি দূর করার বিষয়টা মাথায় রেখে।’ এর পাশাপাশি গোলস্কোরিং নিয়েও কাজ করার কথা জানান তিনি, ‘খেলায় জিততে হলে অবশ্যই গোল করতে হবে। এটা নিয়েই বেশি কাজ করব।’ বাংলাদেশ আছে এ-গ্রুপে। তাদের সঙ্গী গতবারের শিরোপাধারী ফিলিস্তিন। আরেক দল হচ্ছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী কারা? জেমির ভাষ্য, ‘ফিলিস্তিন গত আসরের সেরা। চেষ্টা করব তাদের হারাতে। যদি না পারি তাহলে শ্রীলঙ্কাকে হারিয়েই শেষ চারে নাম লেখাতে চাই।’ গ্রুপে রানার্সআপ হিসেবে সেমিতে উঠলে সেখানে আরেক শক্তিশালী বুরুন্ডির বিরুদ্ধে ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে জেমির ভাবনা, ‘বি-গ্রুপের মধ্যে বুরুন্ডি কাগজে-কলমে সেরা দল। তাদের বিরুদ্ধেই হয়তো আমাদের লড়তে হতে পারে। আফ্রিকান দলগুলোর সঙ্গে বাংলাদেশ তেমন খেলার সুযোগ পায় না। বুরুন্ডি বেশ ভাল দল। তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আমাদের ফুটবলারদের জন্য অনেক কাজে আসবে।’ প্রায় আট মাস পর জাতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ। জাতীয় দলে নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু চোট সমস্যার জন্য এতদিন দলে ছিলেন না। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি। এবার দলবদলে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন। ফেডারেশন কাপে তিন ম্যাচ খেলেছেন। এই তিন ম্যাচ দেখেই জেমি ডে তার ওপর ভরসা রেখেছেন। তপুও জেমির আস্থার প্রতিদান দিতে চান, ‘কোচ আমাকে জাতীয় দলে ডাক দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছেন। আমিও দলে সুযোগ পেয়ে আগের চেয়ে আরও ভাল পারফর্মেন্স করতে চাই।’ এই আসরে জাতীয় দলে ডাক পাওয়া ২৩ ফুটবলারের সর্বাধিক ৯ জনই হচ্ছেন বসুন্ধরা কিংসের। এদেরই একজন তপু বর্মণ। সাড়ে আট মাস পর দলে আবারও ফিরেছেন তিনি। জাতীয় দলে ফিরতে পেরে দারুণ খুশি এই ডিফেন্ডার। মনে করেন ফর্ম আগের মতোই আছে তার, ‘সাড়ে আট মাস পর আবারও জাতীয় দলে কামব্যাক করেছি। লাস্ট খেলেছিলাম কম্বোডিয়ার বিরুদ্ধে। জাতীয় দলে ফিরতে পেরে আমি অনেক আনন্দিত। তবে দলে ফিরতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ফেডারেশন কাপে আমি অনেক ভাল খেলেছি বলে আমার ধারণা। আমার লেভেলটাকে আরেকটু ওপরে উঠানোর জন্য আমি সবরকম চেষ্টাই করব।’ তপু আরও বলেন, ‘জাতীয় দল এমন একটা জায়গা যেখানে নিজেকে প্রমাণ করেই সবাই খেলে। আমিও সেটাই করব। সেটার জন্য আমি তৈরি। বসুন্ধরা কিংসে যাদের সঙ্গে খেলে, জাতীয় দলেও সেই বসুন্ধরার খেলোয়াড়ই সবচেয়ে বেশি। কাজেই তাদের সঙ্গে আমার মানিয়ে নেয়াটা খুবই সহজ হবে।’ ২০১৮ বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ফিলিস্তিনের কাছে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল, ওই ম্যাচে খেলেছিলেন তপু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছিলাম। দ্বিতীয় গোলটি হজম করেছিলেন ৯৩ মিনিটে, মানে সংযুক্তি সময়ে গিয়ে। আমাদের দলের শেপ এখন অনেক ভাল। বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে আমরা খুবই ভাল খেলেছি। আমরা আশাকরি এবারও আমরা ফিলিস্তিনের বিপক্ষে ভাল খেলব। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা।’
×