ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনে কারচুপি হলে দুর্বার আন্দোলন ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১১:২০, ১০ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে কারচুপি হলে দুর্বার আন্দোলন ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টাার ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হলে রাজপথে দুর্বার আন্দোলন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও রোডের হক টাওয়ারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে এক কর্মী সভায় সভাপতির বক্তব্যে এ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী গয়েশ্বর চন্দ্র রায় এ কথা জানান। গয়েশ্বর অভিযোগ করেন, ইতোমধ্যে বিএনপির বিভিন্ন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি হানা দেয়া হচ্ছে। কাউকে জোর করে বসিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে, কাউকে হুমকি দেয়া হচ্ছে, কাউকে সরিয়ে দেয়া হচ্ছে। নির্বাচন হবে কি হবে না এখান থেকে জনগণ পরিমাপ করে। এবার নির্বাচনে মিরাক্কেল ঘটনা ঘটবে- দুদু বিএনপির নেতাকর্মী ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে একযোগে রাস্তায় নামলে এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মিরাক্কেল ঘটনা ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে দক্ষিণ সিটির দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে কৃষক দলের মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। খালেদাকে চিকিৎসা না দিয়ে পঙ্গু করা হচ্ছে- রিজভী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাঁকে পঙ্গু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতাসীনদের মিথ্যাচারের রাজনীতির শিকার। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
×