ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দু’কোটি দশ লাখ শিশুকে কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ১১:১৭, ১০ জানুয়ারি ২০২০

দু’কোটি দশ লাখ শিশুকে কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার ॥ ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় দুই কোটি দশ লাখ শিশুকে বিনা মূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে কাল শনিবার। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন করা হবে। বিশ্ব এজতেমার কারণে গাজীপুর জেলার সকল উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারি এর পরিবর্তে ২৫ জানুয়ারি উদ্যাপন করা হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি এ তথ্য জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব (সেবা বিভাগ) মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (সেবা বিভাগ) অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
×