ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যবসা প্রতিষ্ঠান উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুইডেন প্রবাসীর

প্রকাশিত: ১১:১২, ১০ জানুয়ারি ২০২০

ব্যবসা প্রতিষ্ঠান উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুইডেন প্রবাসীর

স্টাফ রিপোর্টার ॥ ত্রিশ বছর প্রবাস জীবনের আয় করা অর্থ দিয়ে গড়া ব্যবসা প্রতিষ্ঠানটি দুর্বৃত্তদের দখল থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সুইডেন প্রবাসী মোঃ আতাউর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, ৩০ বছর সুইডেন থেকে উপার্জিত অর্থ দেশের মাটিতে কাজে লাগানোর জন্য নরসিংদী বাগহাটা আটিবাড়ি এলাকায় আমজাদ হোসেনের কাছ থেকে মিল ভবন ও যন্ত্রপাতি ভাড়া নিয়ে সুইডেন-বাংলা টেক্সটাইল মিলস গড়ে তোলেন। এই কাজে তার প্রায় সাত কোটি টাকা ব্যয় হয়। অল্প সময়ে সেটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেয়। কয়েক বছর পর আমজাদ হোসেনের আত্মীয় আব্দুল মতিন মোল্লা ও তার ছেলে রেন্টু ওই ভবনের মালিকানা দাবি করেন। এক পর্যায়ে তারা সন্ত্রাসী দল নিয়ে মিলটি দখলে নেয়। ওই সময় আতাউর সুইডেনে থাকায় তার ভাই মতিউর রহমান থানায় মামলা করেন। এক পর্যায়ে সালিশ বৈঠকে মিলের ভাড়ার টাকা মতিন মোল্লা ও তার ছেলেকে দেয়ার শর্তে পুনরায় মিল পরিচালনা করেন আতাউরের পরিবার। কিন্তু আমজাদ হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তানরা মতিন মোল্লার পরিবারের সঙ্গে এক হয়ে সন্ত্রাসী কায়দায় মিলটি দখল করে নেয়।
×