ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় অগ্নিকাণ্ড, আতঙ্ক

প্রকাশিত: ১১:১১, ১০ জানুয়ারি ২০২০

বাণিজ্যমেলায় অগ্নিকাণ্ড, আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্যমেলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের কারণে বাণিজ্যমেলায় আগতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই তাড়াহুড়ো করে বাণিজ্যমেলা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের অপারেটর রিমা খানম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে বাণিজ্যমেলার ফ্রুটিকার স্টলে আগুন লাগে। আগুন লাগার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। রাতে ফায়ারকর্মীরা ডাম্পিংয়ের কাজ করেন। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্রুটিকার স্টলে আগুন লাগার পর পাশে ব্রাদার্স ফার্নিচারের প্যাভিলিয়নসহ আশপাশের দোকানগুলো থেকে মালামাল সরিয়ে ফেলেছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা স্টলের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। ডুপ্লেক্স প্যাভিলিয়নের দোতলা থেকে দু’জনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে। আগত অনেক দর্শনার্থী জানান, আগুনের সময় ভেতরে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া স্টলের পাশে একটি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। পরে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসলে স্বস্তি ফিরে আসে সেখানকার ব্যবসায়ী ও আগত দর্শনার্থীদের। ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।
×